ETV Bharat / sitara

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত 'ছপক'

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সরকার 'ছপক'-কে করমুক্ত ঘোষণা করল । মেঘনা গুলজ়ার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দীপিকা পাড়ুকোন ।

Chhapaak tax free
Chhapaak tax free
author img

By

Published : Jan 9, 2020, 4:46 PM IST

ভোপাল ও রায়পুর : মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করা হল দীপিকার 'ছপক'-কে । অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি করেছে । তার মধ্যেই এই খবর এক ঝলকা ঠান্ডা হাওয়ার মতো এল ।

মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ টুইটারের মাধ্য়মে এই খবর ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবন অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছপক মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি । এই ছবিকে আমি করমুক্ত করার ঘোষণা করছি ।" তিনি আরও লিখেছেন, "অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা নিয়ে এই ছবিতে পজ়িটিভ বার্তা দেওয়া হয়েছে , তাদের সাহসের কথা বলা হয়েছে , প্যাশন পূরণ করতে তাদের স্ট্রাগলের কথা বলা হয়েছে , তাদের প্রতি সমাজের মানসিকতাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে ।"

  • दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
    छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
    1/2

    — Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও একইভাবে টুইটারের মাধ্যমে এই খবর ঘোষণা করেছেন । লিখেছেন, "ছত্তিশগড় সরকার হিন্দি ছবি ছপক-কে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । ছবিতে মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকের মতো জঘন্য অপরাধকে দেখানো হয়েছে ও সমাজকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ।"

  • समाज में महिलाओं के ऊपर तेजाब से हमले करने जैसे जघन्य अपराध को दर्शाती एवं हमारे समाज को जागरूक करती हिंदी फिल्म "छपाक" को सरकार ने छत्तीसगढ़ प्रदेश में टैक्स फ्री करने का निर्णय लिया है।

    आप सब भी सपरिवार जाएं, स्वयं जागरूक बनें और समाज को जागरूक करें।

    — Bhupesh Baghel (@bhupeshbaghel) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

JNU-তে ছাত্রছাত্রীদের উপর হওয়া হামলার প্রতিবাদ করতে দীপিকা পৌঁছেছিলেন ক্যাম্পাসে । সেই নিয়ে সমালোচনা হয়েছে অনেক । বিজেপি নেতা তেজেন্দ্র পাল দীপিকার 'ছপক'-কে ব্য়ান করার আবেদন জানান । তবে বি-টাউন থেকে শুরু করে দীপিকার অনুরাগীরা, প্রত্য়েকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর ।

কোনও সংশয় ছাড়াই আগামীকাল 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ছপক' ।

ভোপাল ও রায়পুর : মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করা হল দীপিকার 'ছপক'-কে । অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি করেছে । তার মধ্যেই এই খবর এক ঝলকা ঠান্ডা হাওয়ার মতো এল ।

মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ টুইটারের মাধ্য়মে এই খবর ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবন অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছপক মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি । এই ছবিকে আমি করমুক্ত করার ঘোষণা করছি ।" তিনি আরও লিখেছেন, "অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা নিয়ে এই ছবিতে পজ়িটিভ বার্তা দেওয়া হয়েছে , তাদের সাহসের কথা বলা হয়েছে , প্যাশন পূরণ করতে তাদের স্ট্রাগলের কথা বলা হয়েছে , তাদের প্রতি সমাজের মানসিকতাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে ।"

  • दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
    छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
    1/2

    — Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও একইভাবে টুইটারের মাধ্যমে এই খবর ঘোষণা করেছেন । লিখেছেন, "ছত্তিশগড় সরকার হিন্দি ছবি ছপক-কে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । ছবিতে মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকের মতো জঘন্য অপরাধকে দেখানো হয়েছে ও সমাজকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ।"

  • समाज में महिलाओं के ऊपर तेजाब से हमले करने जैसे जघन्य अपराध को दर्शाती एवं हमारे समाज को जागरूक करती हिंदी फिल्म "छपाक" को सरकार ने छत्तीसगढ़ प्रदेश में टैक्स फ्री करने का निर्णय लिया है।

    आप सब भी सपरिवार जाएं, स्वयं जागरूक बनें और समाज को जागरूक करें।

    — Bhupesh Baghel (@bhupeshbaghel) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

JNU-তে ছাত্রছাত্রীদের উপর হওয়া হামলার প্রতিবাদ করতে দীপিকা পৌঁছেছিলেন ক্যাম্পাসে । সেই নিয়ে সমালোচনা হয়েছে অনেক । বিজেপি নেতা তেজেন্দ্র পাল দীপিকার 'ছপক'-কে ব্য়ান করার আবেদন জানান । তবে বি-টাউন থেকে শুরু করে দীপিকার অনুরাগীরা, প্রত্য়েকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর ।

কোনও সংশয় ছাড়াই আগামীকাল 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ছপক' ।

Intro:Body:

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত 'ছপক'



মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সরকার 'ছপক'-কে করমুক্তি ঘোষণা করল । মেঘনা গুলজ়ার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দীপিকা পাড়ুকোন ।



ভোপাল ও রায়পুর : মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে করমুক্ত করা হল দীপিকার 'ছপক'-কে । অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি ইতিমধ্যেই অনেক বিতর্কের সৃষ্টি করেছে । তার মধ্যেই এই খবর এক ঝলকা ঠান্ডা হাওয়ার মতো এল ।



মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ টুইটারের মাধ্য়মে এই খবর ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবন অবলম্বনে তৈরি দীপিকা পাড়ুকোনের ছপক মুক্তি পাচ্ছে 10 জানুয়ারি । এই ছবিকে আমি করমুক্ত করার ঘোষণা করছি ।" তিনি আরও লিখেছেন, "অ্যাসিড আক্রান্তদের চিকিৎসা নিয়ে এই ছবিতে পজ়িটিভ বার্তা দেওয়া হয়েছে , তাদের সাহসের কথা বলা হয়েছে , প্যাশন পূরণ করতে তাদের স্ট্রাগলের কথা বলা হয়েছে , তাদের প্রতি সমাজের মানসিকতাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে ।"



ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও একইভাবে টুইটারের মাধ্যমে এই খবর ঘোষণা করেছেন । লিখেছেন, "ছত্তিশগড় সরকার হিন্দি ছবি ছপক-কে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । ছবিতে মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাকের মতো জঘন্য অপরাধকে দেখানো হয়েছে ও সমাজকে সচেতন করার চেষ্টা করা হয়েছে ।"



JNU-তে ছাত্রছাত্রীদের উপর হওয়া হামলার প্রতিবাদ করতে দীপিকা পৌঁছেছিলেন ক্যাম্পাসে । সেই নিয়ে সমালোচনা হয়েছে অনেক । বিজেপি নেতা তেজেন্দ্র পাল দীপিকার 'ছপক'-কে ব্য়ান করার আবেদন জানান । তবে বি-টাউন থেকে শুরু করে দীপিকার অনুরাগীরা, প্রত্য়েকেই পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর ।



কোনও সংশয় ছাড়াই আগামীকাল 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ছপক' ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.