ETV Bharat / sitara

"2020 যে কবে শেষ হবে", বিশাখাপটনম গ্যাস লিকের ঘটনায় উদ্বিগ্ন তারকারা - celebs react to vizag gas leak

বিশাখাপটনমের আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । এক শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের । এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট তারকাদের ।

sdf
sdf
author img

By

Published : May 7, 2020, 3:09 PM IST

মুম্বই : বিশাখাপটনমের আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখ জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায় । প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এক শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন তারকারা ।

রকুল প্রীত সিং : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব খারাপ লাগছে । আশাকরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।

  • So sad to about the #VizagGasLeak ! My heart goes to all the people affected by this. I hope measures are taken really soon to get things under control. Stay safe my vizag people ❤️❤️❤️

    — Rakul Singh (@Rakulpreet) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্জুন কাপুর : খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম । শহরবাসীর জন্য আমি প্রার্থনা করছি । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • The tragic news of Visakhapatnam Gas Leak is extremely shocking.
    My prayers are with everyone of the city. Condolences to the families of the victims. #PrayForVizag

    — arjunk26 (@arjunk26) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সানি দেওল : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব কষ্ট হচ্ছে । সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন ।

  • Deeply pained to hear about the tragic gas leak in Vishakhapatnam. I pray for the well being of all. My deepest condolences to the families of the deceased.#Vishakhapatnam

    — Sunny Deol (@iamsunnydeol) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তামান্না ভাটিয়া : সকালে ঘুম থেকে উঠে এই খারাপ খবরটা শুনলাম । যাঁরা হাসপাতালে ভরতি তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

  • Woke up to the horrific news of the #VizagGasLeak.

    My condolences to everyone who lost their families and wishing a speedy recovery to those hospitalised 🙏

    — Tamannaah Bhatia (@tamannaahspeaks) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টিসকা চোপড়া : ভগবান 2020 কবে শেষ হবে ? মৃতদের পরিবারের প্রতি সববেদনা জানাই ।

  • Oh my god .. when is #2020 going to end? Horror upon horror .. condolences & prayers for the families who lost dear ones 🙏 #vizaggasleak

    — Tisca Chopra (@tiscatime) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহেশ বাবু : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব খুব খারাপ লাগছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । যাঁরা হাসপাতালে ভরতি তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

  • Heartwrenching to hear the news of #VizagGasLeak, more so during these challenging times... Heartfelt condolences and strength to the bereaved families in this hour of need. Wishing a speedy recovery to those affected. My prayers for you... Stay safe VIZAG.

    — Mahesh Babu (@urstrulyMahesh) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : বিশাখাপটনমের আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার কেমিকেল প্ল্যান্টে আজ হঠাৎই গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখ জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায় । প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । এক শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন তারকারা ।

রকুল প্রীত সিং : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব খারাপ লাগছে । আশাকরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।

  • So sad to about the #VizagGasLeak ! My heart goes to all the people affected by this. I hope measures are taken really soon to get things under control. Stay safe my vizag people ❤️❤️❤️

    — Rakul Singh (@Rakulpreet) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্জুন কাপুর : খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম । শহরবাসীর জন্য আমি প্রার্থনা করছি । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • The tragic news of Visakhapatnam Gas Leak is extremely shocking.
    My prayers are with everyone of the city. Condolences to the families of the victims. #PrayForVizag

    — arjunk26 (@arjunk26) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সানি দেওল : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব কষ্ট হচ্ছে । সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন ।

  • Deeply pained to hear about the tragic gas leak in Vishakhapatnam. I pray for the well being of all. My deepest condolences to the families of the deceased.#Vishakhapatnam

    — Sunny Deol (@iamsunnydeol) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তামান্না ভাটিয়া : সকালে ঘুম থেকে উঠে এই খারাপ খবরটা শুনলাম । যাঁরা হাসপাতালে ভরতি তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

  • Woke up to the horrific news of the #VizagGasLeak.

    My condolences to everyone who lost their families and wishing a speedy recovery to those hospitalised 🙏

    — Tamannaah Bhatia (@tamannaahspeaks) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টিসকা চোপড়া : ভগবান 2020 কবে শেষ হবে ? মৃতদের পরিবারের প্রতি সববেদনা জানাই ।

  • Oh my god .. when is #2020 going to end? Horror upon horror .. condolences & prayers for the families who lost dear ones 🙏 #vizaggasleak

    — Tisca Chopra (@tiscatime) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহেশ বাবু : বিশাখাপটনমের গ্যাস লিকের খবরটা শুনে খুব খুব খারাপ লাগছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । যাঁরা হাসপাতালে ভরতি তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

  • Heartwrenching to hear the news of #VizagGasLeak, more so during these challenging times... Heartfelt condolences and strength to the bereaved families in this hour of need. Wishing a speedy recovery to those affected. My prayers for you... Stay safe VIZAG.

    — Mahesh Babu (@urstrulyMahesh) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.