ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর তদন্তে মুম্বই পৌঁছাল CBI - sushant singh rajput case

সুশান্ত মামলার তদন্তের জন্য গতকাল মুম্বই পৌঁছায় CBI-এর বিশেষ তদন্তকারী দল । জিজ্ঞাসাবাদ পর্ব রিয়া চক্রবর্তীকে দিয়ে শুরু করতে চাইছে CBI । তাঁর পরিবারকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । তবে তা কোথায় করা হবে, তা অবশ্য স্পষ্ট নয় ।

asd
asd
author img

By

Published : Aug 21, 2020, 10:18 AM IST

মুম্বই : বুধবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ পাওয়ার পরের দিনই তদন্তের জন্য মুম্বই রওনা দেন তদন্তকারী অফিসাররা । গতকাল সন্ধের দিকে মুম্বই পৌঁছন তাঁরা ।

সূত্রের খবর, মুম্বই পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র পুলিশের সঙ্গে দেখা করে CBI-এর বিশেষ তদন্তকারী দলটি (SIT) । এই তদন্তের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় নথি SIT-এর হাতে তুলে দেওয়া হয়েছে । এতদিন যিনি সুশান্ত মৃত্যুর তদন্ত করছিলেন তাঁর সঙ্গেও দেখা করেন তদন্তকারীরা । খুব তাড়াতাড়ি সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যাবেন তাঁরা ।

শোনা যাচ্ছে, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে দ্রুত ফরেনসিক অভিযান চালাবে SIT । তবে ঘটনার এত দিন পর ওই ফ্ল্যাট থেকে প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে তদন্তকারীদের মনে । তাই মুম্বই পুলিশের তোলা সেখানকার সব ছবি 'সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি'-তে (CFSL) পাঠানোর কথা ভাবা হচ্ছে ।

সুশান্তের মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে । সেখানে পাঁচজন চিকিৎসক তাঁর ময়নাতদন্ত করেন । তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর । এছাড়া ময়নাতদন্তের রিপোর্টও CFSL-এ পাঠানো হবে বলে জানা গিয়েছে ।

কয়েকদিন আগে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । ভিডিয়োতে জানিয়েছিলেন, যে তাঁর ছেলের জীবন সংকটের কথা ফেব্রুয়ারিতেই মুম্বই পুলিশকে জানান তিনি । কিন্তু, তার ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । তাও খতিয়ে দেখতে পারেন তদন্তকারীরা ।

সূত্রের খবর, সুশান্ত, রিয়া ও বাকিদের কল লিস্টও দেখতে পারে CBI । আর এই ঘটনায় আরও কিছু তথ্য সংগ্রহ করতে সুশান্তের দিদি মিতু সিংয়ের সঙ্গেও দেখা করতে পারেন তদন্তকারীরা । এছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) থেকেও নথি সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে । অন্য দিকে, জিজ্ঞাসাবাদ পর্ব রিয়া চক্রবর্তীকে দিয়ে শুরু করতে চাইছে CBI । তাঁর পরিবারকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । তবে তা কোথায় করা হবে, তা অবশ্য স্পষ্ট নয় । সব মিলিয়ে তৎপরতা তুঙ্গে ।

মুম্বই : বুধবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ পাওয়ার পরের দিনই তদন্তের জন্য মুম্বই রওনা দেন তদন্তকারী অফিসাররা । গতকাল সন্ধের দিকে মুম্বই পৌঁছন তাঁরা ।

সূত্রের খবর, মুম্বই পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র পুলিশের সঙ্গে দেখা করে CBI-এর বিশেষ তদন্তকারী দলটি (SIT) । এই তদন্তের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় নথি SIT-এর হাতে তুলে দেওয়া হয়েছে । এতদিন যিনি সুশান্ত মৃত্যুর তদন্ত করছিলেন তাঁর সঙ্গেও দেখা করেন তদন্তকারীরা । খুব তাড়াতাড়ি সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যাবেন তাঁরা ।

শোনা যাচ্ছে, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে দ্রুত ফরেনসিক অভিযান চালাবে SIT । তবে ঘটনার এত দিন পর ওই ফ্ল্যাট থেকে প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে তদন্তকারীদের মনে । তাই মুম্বই পুলিশের তোলা সেখানকার সব ছবি 'সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি'-তে (CFSL) পাঠানোর কথা ভাবা হচ্ছে ।

সুশান্তের মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে । সেখানে পাঁচজন চিকিৎসক তাঁর ময়নাতদন্ত করেন । তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর । এছাড়া ময়নাতদন্তের রিপোর্টও CFSL-এ পাঠানো হবে বলে জানা গিয়েছে ।

কয়েকদিন আগে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । ভিডিয়োতে জানিয়েছিলেন, যে তাঁর ছেলের জীবন সংকটের কথা ফেব্রুয়ারিতেই মুম্বই পুলিশকে জানান তিনি । কিন্তু, তার ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । তাও খতিয়ে দেখতে পারেন তদন্তকারীরা ।

সূত্রের খবর, সুশান্ত, রিয়া ও বাকিদের কল লিস্টও দেখতে পারে CBI । আর এই ঘটনায় আরও কিছু তথ্য সংগ্রহ করতে সুশান্তের দিদি মিতু সিংয়ের সঙ্গেও দেখা করতে পারেন তদন্তকারীরা । এছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) থেকেও নথি সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে । অন্য দিকে, জিজ্ঞাসাবাদ পর্ব রিয়া চক্রবর্তীকে দিয়ে শুরু করতে চাইছে CBI । তাঁর পরিবারকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । তবে তা কোথায় করা হবে, তা অবশ্য স্পষ্ট নয় । সব মিলিয়ে তৎপরতা তুঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.