ETV Bharat / sitara

সোনুকে ফেরাল বম্বে হাইকোর্ট

সোনু সুদকে ফেরাল বম্বে হাইকোর্ট । বিএমসি-কে চ্যালেঞ্জ করে সোনু যে পিটিশন দায়ের করেছিলেন, তা খারিজ করল বম্বে হাইকোর্ট ।

Sonu Sood illegal construction
Sonu Sood illegal construction
author img

By

Published : Jan 21, 2021, 12:44 PM IST

মুম্বই : অবৈধ নির্মাণের অভিযোগ তুলে সোনু সুদের বিরুদ্ধে একটি নোটিস জারি করে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) । সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন সোনু । তবে সোনুর এই মামলা খারিজ করল বম্বে হাইকোর্ট ।

জুহুতে শক্তি সাগর নামে সোনুর ছয়তলা একটি বাড়ি রয়েছে । বিএমসির অভিযোগ, তাদের অনুমতি না নিয়ে অবৈধভাবে ওই বাড়ি তৈরি করেছেন সোনু । আর এর জন্য গতবছর অক্টোবরে বিএমসির তরফে এই সংক্রান্ত একটি নোটিস পাঠানো হয়েছিল তাঁকে ।

এরপর সেই নোটিসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে সিভিল কোর্টে আবেদন করেছিলেন সোনু । যদিও আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয় । আর তখনই হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেতা ।

ANI-এর তরফ থেকে জানানো হয়েছে, "অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বিএমসি-র করা নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সোনু সুদের করা পিটিশন খারিজ করল বম্বে হাইকোর্ট ।" দেখে নিন টুইট...

মুম্বই : অবৈধ নির্মাণের অভিযোগ তুলে সোনু সুদের বিরুদ্ধে একটি নোটিস জারি করে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) । সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন সোনু । তবে সোনুর এই মামলা খারিজ করল বম্বে হাইকোর্ট ।

জুহুতে শক্তি সাগর নামে সোনুর ছয়তলা একটি বাড়ি রয়েছে । বিএমসির অভিযোগ, তাদের অনুমতি না নিয়ে অবৈধভাবে ওই বাড়ি তৈরি করেছেন সোনু । আর এর জন্য গতবছর অক্টোবরে বিএমসির তরফে এই সংক্রান্ত একটি নোটিস পাঠানো হয়েছিল তাঁকে ।

এরপর সেই নোটিসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে সিভিল কোর্টে আবেদন করেছিলেন সোনু । যদিও আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয় । আর তখনই হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেতা ।

ANI-এর তরফ থেকে জানানো হয়েছে, "অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বিএমসি-র করা নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সোনু সুদের করা পিটিশন খারিজ করল বম্বে হাইকোর্ট ।" দেখে নিন টুইট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.