বোমান ইরানি যেমন বড় মাপের অভিনেতা, ততটাই ভালো মনের মানুষ। যাঁরা তাঁকে চেনেন প্রত্য়কেই জানেন তিনি কতটা মাটির মানুষ। আজ সোশাল মিডিয়ায় এমন একটি গল্প শেয়ার করলেন তিনি, যা মন ছুঁয়ে যায়। একজন অটোচালিকার ভিডিয়ো শেয়ার করে তিনি জানালেন সেই মহিলা একজন অভিনেত্রী।
ভিডিয়োর ক্যাপশনে বোমান লিখেছেন, "এই অসাধারণ সুপার লেডি লক্ষ্মীর সঙ্গে মোলাকাত হল। ইনি মারাঠী সিরিয়ালে অভিনয় করেন এবং সঙ্গে অটোরিক্সাও চালান। একজন বাস্তবিক হিরো।"
তিনি আশা করেন প্রত্যেকে যেন সেই লক্ষ্মীর অটোতে চড়ার সুযোগ পান একবার। সঙ্গে লক্ষ্মীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। দেখুন সেই অসাধারণ মুহূর্তের ছবি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">