ETV Bharat / sitara

'মেডে'-র টিমে যোগ দিলেন বোমান ইরানি - Ajay Devgn Mayday

ছবিতে একটি বিমান সংস্থার মালিকের চরিত্রে অভিনয় করবেন বোমান । 2022-এর 29 এপ্রিল মুক্তি পাবে 'মেডে'।

োে্
োে্
author img

By

Published : Jan 29, 2021, 2:12 PM IST

মুম্বই : ইতিমধ্যেই 'মেডে'-র শুটিং শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন । অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা করছেন অজয় নিজেই । এবার এই ছবির সঙ্গে যোগ দিলেন বোমান ইরানিও ।

ছবিতে একটি বিমান সংস্থার মালিকের চরিত্রে অভিনয় করবেন বোমান । এছাড়া পাইলটের চরিত্রে দেখা যাবে অজয়কে । আর তাঁর সহকারীর চরিত্রে অভিনয় করবেন রকুল প্রীত সিং । তবে অমিতাভের চরিত্র নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নির্মাতারা । এখনই তাঁর চরিত্রে প্রকাশ্যে আনতে চান না তাঁরা ।

এই ছবির মাধ্যমে প্রথমবার বিগ বিকে পরিচালনা দিচ্ছেন অজয় । এর আগে 2013 সালে 'সত্যাগ্রহ' ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । আবার 'মেডে'-তে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা ।

সব ঠিক থাকলে 2022-এর 29 এপ্রিল মুক্তি পাবে 'মেডে'।

মুম্বই : ইতিমধ্যেই 'মেডে'-র শুটিং শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন । অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা করছেন অজয় নিজেই । এবার এই ছবির সঙ্গে যোগ দিলেন বোমান ইরানিও ।

ছবিতে একটি বিমান সংস্থার মালিকের চরিত্রে অভিনয় করবেন বোমান । এছাড়া পাইলটের চরিত্রে দেখা যাবে অজয়কে । আর তাঁর সহকারীর চরিত্রে অভিনয় করবেন রকুল প্রীত সিং । তবে অমিতাভের চরিত্র নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নির্মাতারা । এখনই তাঁর চরিত্রে প্রকাশ্যে আনতে চান না তাঁরা ।

এই ছবির মাধ্যমে প্রথমবার বিগ বিকে পরিচালনা দিচ্ছেন অজয় । এর আগে 2013 সালে 'সত্যাগ্রহ' ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । আবার 'মেডে'-তে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা ।

সব ঠিক থাকলে 2022-এর 29 এপ্রিল মুক্তি পাবে 'মেডে'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.