ETV Bharat / sitara

"লজ্জাজনক !", ডাক্তার -পুলিশ-স্বাস্থ্যকর্মী প্রহারের ঘটনায় স্তম্ভিত বলিউড - Bollywood reaction on attacks on health workers

ইন্দোর, হায়দরাবাদ বা আমেদাবাদের মতো শহরে ডাক্তার-পুলিশ-স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ ও প্রহারের ঘটনায় স্তম্ভিত বলিউড । ঋষি কাপুর, জাভেদ আখতার, হেমা মালিনী বা প্রীতি জ়িন্টার মতো তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন ।

Bollywood condemns attacks on doctors
Bollywood condemns attacks on doctors
author img

By

Published : Apr 3, 2020, 4:38 PM IST

মুম্বই : যাঁরা নিজেদের জীবনকে তুচ্ছ করে মানুষের সেবায় মন দিয়েছেন, তাঁদের কেমন করে আক্রমণ করছেন মানুষ ? এই ঘটনা "লজ্জাজনক" বলে মনে করছে বলিউডের একাংশ । সোশাল মিডিয়ার পাতায় তীব্র নিন্দা একাধিক বলিউড সেলেব্রিটির ।

ঋষি কাপুর : সমাজের প্রতিটি স্তরের ও প্রতিটি মতাদর্শের মানুষের কাছে আমার আর্জি, দয়া করে হিংসা, পাথর ছোঁড়াছুঁড়ি বা পিটুনির আশ্রয় নেবেন না । ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সবাই আমাদের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে । আমাদের একসঙ্গে কোরোনার বিরুদ্ধে এই লড়াইকে জিততে হবে । জয় হিন্দ ।

  • An appeal 🙏 to all brothers and sisters from all social status and faiths. Please don’t resort to violence,stone throwing or lynching. Doctors,Nurses,Medics, Policemen etc..are endangering their lives to save you. We have to win this Coronavirus war together. Please. Jai Hind!🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হেমা মালিনী : দেশজুড়ে সমস্ত ডাক্তার, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মীদের জয়-জয়কার চলছে । আর তারই মধ্যে ইন্দোরে কিছু দুর্বৃত্ত এইসব জনসেবকদে উপর হামলা চালাচ্ছে । যাঁরা আমাদের জীবন বাঁচাচ্ছেন, তাঁদের উপর কেউ কীভাবে আক্রমণ করতে পারে ? দুঃখ লাগছে, লজ্জাজনক ঘটনা !

  • In the midst of the entire country’s appreciation of the sacrifices of doctors, health workers & paramedics comes the news of unwarranted attacks on them in Indore by ungrateful miscreants. How could a mob attack ppl who are risking their own lives to save ours? Sad! Shameful!

    — Hema Malini (@dreamgirlhema) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাভেদ আখতার : ইন্দোরে ডাক্তারদের উপর আক্রমণের এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি । আশা করব ইন্দোর পুলিশ ওদের ছেড়ে কথা বলবে না এবং অন্যান্য জায়গাতেও পুলিশের সহযোগিতা করবে সবাই । কোরোনা ফাইট করতে পুরো দেশকে একজোট হতে হবে ।

  • I strongly condemn those who have thrown stones on the doctors in Indore and hope that Indore police will not to show any leniency to them n I request others to CO-operate with the doctors Police n administration every where . The whole nation should be united to fight Korona

    — Javed Akhtar (@Javedakhtarjadu) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রীতি জ়িন্টা : পুলিশ ও ডাক্তার যারা একটা প্রপার PPE (Personal Protective Equipment) ছাড়াই মানুষের সেবা করে যাচ্ছেন, তাদের দিকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে । এ কী হয়েছে ভারতবর্ষের ? দেখে দুঃখ লাগে ।

  • Sad to see that Millions are quarantined inside their homes trying 2break the corona chain while many are going hungry due 2the lockdown.Then there are those breaking quarantine & pelting stones on Cops & doctors who are working without proper PPE. Whats happening to India?🇮🇳#Sad

    — Preity G Zinta (@realpreityzinta) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিনী টেন্ডন ও পরেশ রাওয়ালের মতো তারকারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সোশাল মিডিয়ায়...

  • Just think what will happen if Doctors refuse to treat those who have treated them so inhumanly ! https://t.co/gE2PRj3y7u

    — Paresh Rawal (@SirPareshRawal) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : যাঁরা নিজেদের জীবনকে তুচ্ছ করে মানুষের সেবায় মন দিয়েছেন, তাঁদের কেমন করে আক্রমণ করছেন মানুষ ? এই ঘটনা "লজ্জাজনক" বলে মনে করছে বলিউডের একাংশ । সোশাল মিডিয়ার পাতায় তীব্র নিন্দা একাধিক বলিউড সেলেব্রিটির ।

ঋষি কাপুর : সমাজের প্রতিটি স্তরের ও প্রতিটি মতাদর্শের মানুষের কাছে আমার আর্জি, দয়া করে হিংসা, পাথর ছোঁড়াছুঁড়ি বা পিটুনির আশ্রয় নেবেন না । ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সবাই আমাদের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে । আমাদের একসঙ্গে কোরোনার বিরুদ্ধে এই লড়াইকে জিততে হবে । জয় হিন্দ ।

  • An appeal 🙏 to all brothers and sisters from all social status and faiths. Please don’t resort to violence,stone throwing or lynching. Doctors,Nurses,Medics, Policemen etc..are endangering their lives to save you. We have to win this Coronavirus war together. Please. Jai Hind!🇮🇳

    — Rishi Kapoor (@chintskap) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হেমা মালিনী : দেশজুড়ে সমস্ত ডাক্তার, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মীদের জয়-জয়কার চলছে । আর তারই মধ্যে ইন্দোরে কিছু দুর্বৃত্ত এইসব জনসেবকদে উপর হামলা চালাচ্ছে । যাঁরা আমাদের জীবন বাঁচাচ্ছেন, তাঁদের উপর কেউ কীভাবে আক্রমণ করতে পারে ? দুঃখ লাগছে, লজ্জাজনক ঘটনা !

  • In the midst of the entire country’s appreciation of the sacrifices of doctors, health workers & paramedics comes the news of unwarranted attacks on them in Indore by ungrateful miscreants. How could a mob attack ppl who are risking their own lives to save ours? Sad! Shameful!

    — Hema Malini (@dreamgirlhema) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাভেদ আখতার : ইন্দোরে ডাক্তারদের উপর আক্রমণের এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি । আশা করব ইন্দোর পুলিশ ওদের ছেড়ে কথা বলবে না এবং অন্যান্য জায়গাতেও পুলিশের সহযোগিতা করবে সবাই । কোরোনা ফাইট করতে পুরো দেশকে একজোট হতে হবে ।

  • I strongly condemn those who have thrown stones on the doctors in Indore and hope that Indore police will not to show any leniency to them n I request others to CO-operate with the doctors Police n administration every where . The whole nation should be united to fight Korona

    — Javed Akhtar (@Javedakhtarjadu) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রীতি জ়িন্টা : পুলিশ ও ডাক্তার যারা একটা প্রপার PPE (Personal Protective Equipment) ছাড়াই মানুষের সেবা করে যাচ্ছেন, তাদের দিকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে । এ কী হয়েছে ভারতবর্ষের ? দেখে দুঃখ লাগে ।

  • Sad to see that Millions are quarantined inside their homes trying 2break the corona chain while many are going hungry due 2the lockdown.Then there are those breaking quarantine & pelting stones on Cops & doctors who are working without proper PPE. Whats happening to India?🇮🇳#Sad

    — Preity G Zinta (@realpreityzinta) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিনী টেন্ডন ও পরেশ রাওয়ালের মতো তারকারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সোশাল মিডিয়ায়...

  • Just think what will happen if Doctors refuse to treat those who have treated them so inhumanly ! https://t.co/gE2PRj3y7u

    — Paresh Rawal (@SirPareshRawal) April 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.