ETV Bharat / sitara

Urmila Matondkar : বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর - ঊর্মিলা মাতণ্ডকর

করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর ৷ রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷

Urmila Matondkar
বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর
author img

By

Published : Oct 31, 2021, 5:43 PM IST

মুম্বই, 31 অক্টোবর : বলিউডে ফের করোনার থাবা ৷ এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর ৷ রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের

আজ টুইটে তিনি লেখেন, "আমার #COVID19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমি ভাল আছি এবং নিভৃতবাসে রয়েছি । গত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সবাইকে কোভিড পরীক্ষা করার জন্য অনুরোধ করছি । সবাই ভাল থাকুন, সাবধানে দীপাবলি পালন করুন ৷"

  • I've tested positive for #COVID19
    I'm fine n have isolated myself in home quarantine. Requesting everyone who came in contact with me to get tested immediately.
    Also humbly request all you lovely people to take care of yourselves during the Diwali festivities 🙏😇

    — Urmila Matondkar (@UrmilaMatondkar) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1977 সালে শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করেন ঊর্মিলা ৷ এরপর একে একে জুদাই, ক্রাইম ফিল্ম সত্য, খুবসুরাত, অ্যান্থাম, কৌন, পেয়ার তুনে কেয়া কিয়া, ভূত-সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে টিনসেল টাউনে নিজের জায়গা পাকা করে ফেলেন তিনি ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম এবং মারাঠি ভাষার সিনেমাও রয়েছে তাঁর কেরিয়ারে ৷

মুম্বই, 31 অক্টোবর : বলিউডে ফের করোনার থাবা ৷ এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর ৷ রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Puneeth Rajkumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন পুনিত রাজকুমারের

আজ টুইটে তিনি লেখেন, "আমার #COVID19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমি ভাল আছি এবং নিভৃতবাসে রয়েছি । গত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সবাইকে কোভিড পরীক্ষা করার জন্য অনুরোধ করছি । সবাই ভাল থাকুন, সাবধানে দীপাবলি পালন করুন ৷"

  • I've tested positive for #COVID19
    I'm fine n have isolated myself in home quarantine. Requesting everyone who came in contact with me to get tested immediately.
    Also humbly request all you lovely people to take care of yourselves during the Diwali festivities 🙏😇

    — Urmila Matondkar (@UrmilaMatondkar) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1977 সালে শিশুশিল্পী হিসেবে বলিউডে ডেবিউ করেন ঊর্মিলা ৷ এরপর একে একে জুদাই, ক্রাইম ফিল্ম সত্য, খুবসুরাত, অ্যান্থাম, কৌন, পেয়ার তুনে কেয়া কিয়া, ভূত-সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে টিনসেল টাউনে নিজের জায়গা পাকা করে ফেলেন তিনি ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম এবং মারাঠি ভাষার সিনেমাও রয়েছে তাঁর কেরিয়ারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.