ETV Bharat / sitara

পদবীর জোরে কি 25 বছর টিকে থাকা যায় ? প্রশ্ন 'স্টারকিড' ববির - ববি দেওলের খবর

প্রায় পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ববি দেওল । সবটাই কি ধর্মেন্দ্রর ছেলে হিসেবে ? শুধু পদবীর জোরে কি এতগুলো বছর টিকে থাকা যায় ? প্রশ্ন 'স্টারকিড' ববির ।

Bolly Deol on nepotism
Bolly Deol on nepotism
author img

By

Published : Aug 29, 2020, 2:28 PM IST

মুম্বই : এই বছরটা ববি দেওলের জন্য বেশ ভালোই । অন্তত ক্যারিয়ারের দিক থেকে । কারণ OTT-তে মুক্তি পেয়েছে তাঁর ফিল্ম 'ক্লাস অফ 83' এবং ওয়েব সিরিজ় 'আশ্রম' । এত বছর ধরে কি শুধুমাত্র পদবীর জোরেই টিকে আছেন তিনি ? জবাব দিলেন 'স্টারকিড' ববি ।

IANS-কে অভিনেতা বললেন, "কাজই কথা বলে । প্রত্যেকেই কোনও না কোনও পরিবার থেকে আসে । তবে শুধু মাত্র পদবীর জোরে কি 25 বছর টিকে থাকা যায় ? যায় না ।"

বলে চলেন ববি, "আমাদের বাবা-মা বেস্ট জিনিসগুলো দেয় আমাদের । পড়াশোনা, বড় হয়ে ওঠা..সবটাই আমরা পাই বাবা-মায়ের থেকে । একজন ডাক্তার যেমন চান যে তাঁর সন্তান ডাক্তার হোক, আমাদের ইন্ডাস্ট্রিতেও এটা সত্যি । ব্যবসা হোক বা জার্নালিজ়ম, বাবা-মা চায় যে তাঁদের সন্তান একই পথে চলুক ।"

Bolly Deol on nepotism
'ক্লাস অফ 83'

ক্যারিয়ারের শুরু থেকে প্রকাশ ঝায়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ববি । 'আশ্রম'-এর মাধ্যমে সেই সুযোগ হয় তাঁর । দুর্নীতিগ্রস্ত এক 'গডম্যান'-এর গল্প তুলে ধরা হয়েছে এই সিরিজ়ে । জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুশি অভিনেতা ।

মুম্বই : এই বছরটা ববি দেওলের জন্য বেশ ভালোই । অন্তত ক্যারিয়ারের দিক থেকে । কারণ OTT-তে মুক্তি পেয়েছে তাঁর ফিল্ম 'ক্লাস অফ 83' এবং ওয়েব সিরিজ় 'আশ্রম' । এত বছর ধরে কি শুধুমাত্র পদবীর জোরেই টিকে আছেন তিনি ? জবাব দিলেন 'স্টারকিড' ববি ।

IANS-কে অভিনেতা বললেন, "কাজই কথা বলে । প্রত্যেকেই কোনও না কোনও পরিবার থেকে আসে । তবে শুধু মাত্র পদবীর জোরে কি 25 বছর টিকে থাকা যায় ? যায় না ।"

বলে চলেন ববি, "আমাদের বাবা-মা বেস্ট জিনিসগুলো দেয় আমাদের । পড়াশোনা, বড় হয়ে ওঠা..সবটাই আমরা পাই বাবা-মায়ের থেকে । একজন ডাক্তার যেমন চান যে তাঁর সন্তান ডাক্তার হোক, আমাদের ইন্ডাস্ট্রিতেও এটা সত্যি । ব্যবসা হোক বা জার্নালিজ়ম, বাবা-মা চায় যে তাঁদের সন্তান একই পথে চলুক ।"

Bolly Deol on nepotism
'ক্লাস অফ 83'

ক্যারিয়ারের শুরু থেকে প্রকাশ ঝায়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ববি । 'আশ্রম'-এর মাধ্যমে সেই সুযোগ হয় তাঁর । দুর্নীতিগ্রস্ত এক 'গডম্যান'-এর গল্প তুলে ধরা হয়েছে এই সিরিজ়ে । জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুশি অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.