মুম্বই : বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী ভূমি পেদনেকর । তিনি যেমন সমালোচকদের মন জিতেছেন, তেমনভাবেই দর্শকের কাছেও জনপ্রিয়তা অর্জন করেছেন । তবে মানুষ হিসেবে এখনও বদলাননি অভিনেত্রী ।
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করলেন ভূমি । বললেন, "আমি সেই একই মেয়ে রয়ে গেছি । সত্য়ি বলছি, বেশি কোনও বদল হয়নি আমার । সাফল্য আমায় প্রভাবিত করেনি সেভাবে । এখনও আমি উচ্চাকাঙ্ক্ষী, এখনও আমার চোখে তারা লেগে আছে ।"
ইঁদুর দৌড়ের অংশ হতে চান না তিনি । কাজ করতে চান অবশ্যই, তবে ব্যক্তিগত জীবনটাও একই ভাবে উপভোগ করতে চান ভূমি । তাই বলিউডের অনেক তারকার থেকে আলাদা তিনি ।
ভূমি বললেন, "আমি যে এত সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ । যশরাজ ফিল্মসে একটা চাকরি দিয়ে জার্নিটার শুরু । মাত্র 17 বছর বয়স থেকে আমি ওঁদের সঙ্গে রয়েছি । তবে তখন বুঝতে পারিনি যে জীবনে কী করতে চাই ।" আজ বুঝতে পেরেছেন ভূমি । আর তাই সাফল্যও ধরা দিয়েছে তাঁর কাছে ।
2020 সালে 'ডলি কিটি ঔর চমকতে সিতারে' ও 'দুর্গাবতী'-তে অভিনয় করার কথা ভূমির ।