ETV Bharat / sitara

প্রকাশ্যে 'বেলবটম'-এর পুরো কাস্ট - বেলবটম-এর ট্রেলার

প্রকাশ্যে এল 'বেলবটম'-এর পুরো কাস্ট । অক্ষয় কুমার, বাণী কাপুরের সঙ্গে যোগ দিলেন লারা দত্ত ও হুমা কুরেশির মতো অভিনেতারা ।

Akshay kumar next film Bellbottom
Akshay kumar next film Bellbottom
author img

By

Published : Jul 6, 2020, 1:02 PM IST

মুম্বই : বেশ বড় ধামাকা আনতে চলেছে 'বেলবটম' । পুরো কাস্ট সামনে আসতেই সেটা বেশ বোঝা গেল । কারণ অক্ষয় আর বাণী কাপুর ছাড়াও হুমা কুরেশি বা লারা দত্তের মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সৌজন্যে সামনে এল ছবির পুরো কাস্ট । অক্ষয় তো আছেনই, তার সঙ্গে বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত । UK -তে খুব তাড়াতাড়ি শুরু হবে শুটিং ।

তরণ লিখেছেন, "শুরু হচ্ছে শুটিং । 2020-র অগাস্ট থেকে শুরু হবে 'বেলবটম'-এর শুটিং । লকডাউনের পর এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিং বিদেশে হতে চলেছে ।"

2021 সালের 2 এপ্রিল মুক্তি পাওয়ার কথা রঞ্জিন এম. তিওয়ারি পরিচালিত এই পিরিয়ড ড্রামার ।

মুম্বই : বেশ বড় ধামাকা আনতে চলেছে 'বেলবটম' । পুরো কাস্ট সামনে আসতেই সেটা বেশ বোঝা গেল । কারণ অক্ষয় আর বাণী কাপুর ছাড়াও হুমা কুরেশি বা লারা দত্তের মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সৌজন্যে সামনে এল ছবির পুরো কাস্ট । অক্ষয় তো আছেনই, তার সঙ্গে বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত । UK -তে খুব তাড়াতাড়ি শুরু হবে শুটিং ।

তরণ লিখেছেন, "শুরু হচ্ছে শুটিং । 2020-র অগাস্ট থেকে শুরু হবে 'বেলবটম'-এর শুটিং । লকডাউনের পর এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিং বিদেশে হতে চলেছে ।"

2021 সালের 2 এপ্রিল মুক্তি পাওয়ার কথা রঞ্জিন এম. তিওয়ারি পরিচালিত এই পিরিয়ড ড্রামার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.