মুম্বই, 17 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মুম্বাইয়ে সম্পন্ন হল সুরকার তথা গায়ক বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য় ৷ মঙ্গলবার রাতে স্লিপ অ্য়াপনিয়ার কারণে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছিলেন এই কিংবদন্তি (Veteran singer composer Bappi Lahiri passes away) ৷ 69 বছর বয়সি ডিস্কো রাজার মৃত্য়ুতে শেষ হয়ে গেল সঙ্গীতের এক গুরুত্বপূর্ণ অধ্য়ায় ৷ এদিনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে একদিকে যেমন উপস্থিত হয়েছিলেন বিদ্য়া বালন, রানি মুখোপাধ্য়ায় তাঁর ভাই রাজা মুখোপাধ্য়ায়, সর্বাণী মুখোপাধ্য়ায়, কাজলরা, তেমনই উপস্থিত হয়েছিলেন সঙ্গীতানুরাগী সাধারণ শ্রোতারাও ৷
তাঁকে শেষ সম্মান জানাতে এসেছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিকও ৷ বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী লস অ্য়াঞ্জেলসে থাকার কারণেই বৃহস্পতিবার শেষ কৃত্য়ের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ গতকালও তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্র্দ্ধা জানিয়ে আসেন অলকা ইয়াগনিক, ললিতা পণ্ডিত, শান-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: আমেরিকা থেকে ফিরলেন ছেলে, আজ বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য
1972 সালে সঙ্গীতজগতে পা রাখা এই মানুষটি পরবর্তী প্রায় 50 বছরে সুরের জাদুতে মাতিয়ে রেখেছিলেন সকলকে ৷ এমনকি যখন সকলেই মনে করেছিলেন তথাকথিত শেষ হতে চলেছে বাপ্পিদার যুগ, তখনও গুন্ডে, ডার্টি পিকচারের মত ছবিতে একাধিক হিট গান দিয়েছেন তিনি ৷ আজ পরিসমাপ্তি হল সেই অমর যুগের ৷