মুম্বই : ফের নতুন ঝামেলায় কঙ্গনা রানাওয়াত । কয়েকদিন আগে কৃষি আইনের প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের "সন্ত্রাসবাদী" বলায় FIR দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে । কর্নাটকের কথাসান্দ্র থানায় দায়ের করা হয়েছে সেই FIR । এবার তাঁর বিরুদ্ধে ফের FIR করার নির্দেশ দিল মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্ট । কারণ ?
অভিযোগ যে কঙ্গনা নাকি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন সোশাল মিডিয়ার মাধ্যমে । সম্প্রতি প্যারিসে এক শিক্ষককে খুনের ঘটনা সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্বে । সেই শিক্ষক নাকি ধর্মগুরু মহম্মদের একটি অ্যানিমেটেড ছবি দেখিয়েছিলেন ক্লাসের ছাত্রদের । তা জানতে পেরে ক্লাসের কোনও এক ছাত্রের অভিভাবক খুন করেন শিক্ষককে, শোনা গেছে এমনই ।
-
I get really baffled a religion so intolerant to criticism and scrutiny absolutely male centric does not worship women, animals, plants or environment yet in today’s times it’s the fastest growing religion and also gets defended by the intellectuals, How come ??? #parisbeheading
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I get really baffled a religion so intolerant to criticism and scrutiny absolutely male centric does not worship women, animals, plants or environment yet in today’s times it’s the fastest growing religion and also gets defended by the intellectuals, How come ??? #parisbeheading
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020I get really baffled a religion so intolerant to criticism and scrutiny absolutely male centric does not worship women, animals, plants or environment yet in today’s times it’s the fastest growing religion and also gets defended by the intellectuals, How come ??? #parisbeheading
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020
প্যারিসে হওয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কঙ্গনা রানাওয়াত । পুরো মুসলিম ধর্মকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি, তুলনা টেনেছেন হিন্দু ধর্মের সঙ্গে । শুধু তাই নয়, দিনের পর দিন বলিউডের বিভিন্ন সিনেমায় হিন্দু দেব-দেবীদের কমিক চরিত্র হিসেবে ব্যবহার করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি ।
-
If Hindus had shown so called peaceful religion intolerance entire Bollywood would’ve been beheaded long ago, they make derogatory films for our religion and then claim they are scared of saffron color, look at the propaganda and it’s absurd and dumb logic. #parisbeheading https://t.co/5552KyPVOd
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If Hindus had shown so called peaceful religion intolerance entire Bollywood would’ve been beheaded long ago, they make derogatory films for our religion and then claim they are scared of saffron color, look at the propaganda and it’s absurd and dumb logic. #parisbeheading https://t.co/5552KyPVOd
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020If Hindus had shown so called peaceful religion intolerance entire Bollywood would’ve been beheaded long ago, they make derogatory films for our religion and then claim they are scared of saffron color, look at the propaganda and it’s absurd and dumb logic. #parisbeheading https://t.co/5552KyPVOd
— Kangana Ranaut (@KanganaTeam) October 17, 2020
এসব দেখে ক্ষেপেছেন একাধিক নেটিজেন । ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে পিটিশন দায়ের করছেন জনৈক ব্যক্তি । আর এরপরেই কঙ্গনার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্ট ।