মুম্বই : 8 সেপ্টেম্বর গ্রেপ্তারের পর রিয়ার জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী । সেই আবেদন খারিজ করে রিয়াকে 14 দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত । এরপর বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী । আজ সেই আবেদনও খারিজ করল আদালত ।
রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও এই মামলায় গ্রেপ্তার হওয়া আব্দুল বসিত, জ়য়েদ ভিলাতরা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদনও খারিজ করেছে আদালত ।
20 পাতার সেই জামিনের আবেদনপত্রে রিয়া জানান, তিনি নির্দোষ । কোনও অপরাধ করেননি । এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে ।
আরও পড়ুন : 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে রিয়া
সেখানে আরও লেখা হয়, "আবেদনকারীর বিরুদ্ধে খুব স্বল্প পরিমাণ মাদক কেনার অভিযোগ রয়েছে । সেটা অবশ্য জামিনযোগ্য অপরাধ । তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনও পাচারকারীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি ।" আর জিজ্ঞাসাবাদের সময় তাঁকে জোর করে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলেও আবেদনপত্রে দাবি করেন তিনি ।
তবে ফল হয় না কিছুতেই । আপাতত 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতেই থাকতে হবে রিয়াকে । তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও কিছু জানা যায়নি ।