ETV Bharat / sitara

'বধাই হো'-র সিকুয়েলে ভূমি-রাজকুমার

author img

By

Published : Mar 9, 2020, 1:42 PM IST

আসছে 'বধাই হো'-র সিকুয়েল 'বধাই দো'। আয়ুষ্মান খুরানার পরিবর্তে ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে । তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভূমি পেদনেকর । 2021 সালে মুক্তি পাবে ছবিটি ।

ে্ি
ে্ি

মুম্বই : সম্পূর্ণ পারিবারিক ছবি 'বধাই হো'। বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি । কুড়িয়ে নিয়েছিল সমালোচকদের প্রশংসাও । ছবির সাফল্যর কথা মাথায় রেখেই এবার 'বধাই হো'-র সিকুয়েল বানাতে চলেছেন প্রযোজক । তবে এবার আর ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে না আয়ুষ্মান খুরানাকে । তার পরিবর্তে অভিনয় করবেন রাজকুমার রাও ও ভূমি পেদনেকর । ছবির নাম 'বধাই দো'।

'বধাই দো' পরিচালনা করবেন হর্ষবর্ধন কুলকার্নি । চলতি বছরের জুনে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে । সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি ছবির গল্প । দিল্লি পুলিশের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে । মহিলার থানার মধ্যে তিনিই একমাত্র পুরুষ অফিসার । অন্যদিকে পিটি শিক্ষিকার চরিত্রে দেখা যাবে ভূমিকে । তাঁদের দু'জনের সম্পর্কই ফুটে উঠবে ছবিতে । 2018 সালে মুক্তি পাওয়া 'বধাই হো' ছবির গল্প ও চরিত্রগুলির থেকে এই ছবি একেবারেই আলাদা ।

ছবি সম্পর্কে ভূমি বলেন, "ছবির চিত্রনাট্য হাতে পাওয়া মাত্রই আমি ছবি করতে রাজি হয়ে যাই । এক স্বাধীনচেতা মেয়ের চরিত্রে অভিনয় করব আমি । ছবিতে পরিবারের একাধিক বিষয়ও তুলে ধরা হবে ।" এই ছবির মাধ্যমে প্রথমবার রাজকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভূমি ।

ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে রাজকুমার বলেন, "এর আগেও আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি । কিন্তু, সেগুলি আলাদা ছিল । এখানে দৃষ্টিভঙ্গিটা একেবারেই আলাদা । আমার চরিত্রকে ঘিরে থাকবেন একাধিক মহিলা চরিত্র । ঘর থেকে শুরু করে বাইরে সব জায়গাতেই মহিলাদের মাঝে দেখা যাবে আমায় । যা চরিত্রটিকে একটা আলাদা মাত্রা যোগ করবে ।"

সব ঠিক থাকলে 2021 সালের শুরুর দিকেই মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : সম্পূর্ণ পারিবারিক ছবি 'বধাই হো'। বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি । কুড়িয়ে নিয়েছিল সমালোচকদের প্রশংসাও । ছবির সাফল্যর কথা মাথায় রেখেই এবার 'বধাই হো'-র সিকুয়েল বানাতে চলেছেন প্রযোজক । তবে এবার আর ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে না আয়ুষ্মান খুরানাকে । তার পরিবর্তে অভিনয় করবেন রাজকুমার রাও ও ভূমি পেদনেকর । ছবির নাম 'বধাই দো'।

'বধাই দো' পরিচালনা করবেন হর্ষবর্ধন কুলকার্নি । চলতি বছরের জুনে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে । সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি ছবির গল্প । দিল্লি পুলিশের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে । মহিলার থানার মধ্যে তিনিই একমাত্র পুরুষ অফিসার । অন্যদিকে পিটি শিক্ষিকার চরিত্রে দেখা যাবে ভূমিকে । তাঁদের দু'জনের সম্পর্কই ফুটে উঠবে ছবিতে । 2018 সালে মুক্তি পাওয়া 'বধাই হো' ছবির গল্প ও চরিত্রগুলির থেকে এই ছবি একেবারেই আলাদা ।

ছবি সম্পর্কে ভূমি বলেন, "ছবির চিত্রনাট্য হাতে পাওয়া মাত্রই আমি ছবি করতে রাজি হয়ে যাই । এক স্বাধীনচেতা মেয়ের চরিত্রে অভিনয় করব আমি । ছবিতে পরিবারের একাধিক বিষয়ও তুলে ধরা হবে ।" এই ছবির মাধ্যমে প্রথমবার রাজকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভূমি ।

ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে রাজকুমার বলেন, "এর আগেও আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি । কিন্তু, সেগুলি আলাদা ছিল । এখানে দৃষ্টিভঙ্গিটা একেবারেই আলাদা । আমার চরিত্রকে ঘিরে থাকবেন একাধিক মহিলা চরিত্র । ঘর থেকে শুরু করে বাইরে সব জায়গাতেই মহিলাদের মাঝে দেখা যাবে আমায় । যা চরিত্রটিকে একটা আলাদা মাত্রা যোগ করবে ।"

সব ঠিক থাকলে 2021 সালের শুরুর দিকেই মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.