ETV Bharat / sitara

রাজকুমার নন, 'বধাই দো'-তে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন আয়ুষ্মান

'বধাই দো' সিনেমার জন্য প্রথমে বলা হয়েছিল আয়ুষ্মানকে । কিন্তু, শুটিংয়ের জন্য সময় করতে পারছিলেন না তিনি । তারপরই ছবির জন্য রাজকুমারকে বলা হয় ।

ংম
্ং
author img

By

Published : Mar 12, 2020, 5:33 PM IST

মুম্বই : রাজকুমার রাও নন । 'বধাই দো' সিনেমার জন্য প্রথমে বলা হয়েছিল আয়ুষ্মান খুরানাকেই । কিন্তু, ছবির জন্য সময় দিতে পারছিলেন না তিনি । তার জন্যই পরে ছবির জন্য বলা হয় রাজকুমারকে ।

2018 সালে মুক্তি পাওয়া 'বধাই হো' ছিল সম্পূর্ণ পারিবারিক ছবি । বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি । কুড়িয়ে নিয়েছিল সমালোচকদের প্রশংসাও । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, গজরাজ রাও ও নীনা গুপ্তা । তার সাফল্যর কথা মাথায় রেখেই 'বধাই হো'-র সিকুয়েল বানাতে চলেছেন প্রযোজক ।

'বধাই দো' ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও ভূমি পেদনেকরকে । শোনা যাচ্ছে, ছবিতে সমকামী চরিত্রে দেখা যাবে তাঁদের । সম্প্রতি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেন আয়ুষ্মান । আর 'বধাই দো' ছবিতে তিনি অভিনয় করলে পরপর দুটি ছবিতেই তাঁর চরিত্র কিছুটা একইরকম হয়ে যেত । শুটিংয়ের জন্য সময় না পাওয়ার পাশাপাশি এই কারণও ছিল অত্যন্ত প্রাসঙ্গিক ছিল আয়ুষ্মানের কাছে ।

প্রথম ছবিতে তুলে ধরা হয়েছিল এক বয়স্ক মহিলার গর্ভবতী হওয়ার কাহিনি । যা দর্শকদের মন ছুঁয়ে যায় । কমেডির পাশাপাশি গল্প একটা আলাদা মাত্রা যোগ করেছিল ছবিতে । পরবর্তী ছবিতেও পরিচালক নতুন কোনও ভাবনা তুলে ধরবেন বলে অনুমান দর্শকদের । সব ঠিক থাকলে 2021 সালের শুরুর দিকেই মুক্তি পাবে ছবিটি । আর তার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ।

তবে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে আয়ুষ্মানের ঝুলিতে । তার মধ্যে 'গুলাবো সিতাবো'-তে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । এছাড়া অনুভূতি কাশ্যপ পরিচালিত কমেডি ছবিতে আলায়া এফের সঙ্গে জুটি বেঁধেছেন । অন্যদিকে অনুভব সিনহার একটি ছবিতেও সই করেছেন তিনি ।

মুম্বই : রাজকুমার রাও নন । 'বধাই দো' সিনেমার জন্য প্রথমে বলা হয়েছিল আয়ুষ্মান খুরানাকেই । কিন্তু, ছবির জন্য সময় দিতে পারছিলেন না তিনি । তার জন্যই পরে ছবির জন্য বলা হয় রাজকুমারকে ।

2018 সালে মুক্তি পাওয়া 'বধাই হো' ছিল সম্পূর্ণ পারিবারিক ছবি । বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি । কুড়িয়ে নিয়েছিল সমালোচকদের প্রশংসাও । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা, গজরাজ রাও ও নীনা গুপ্তা । তার সাফল্যর কথা মাথায় রেখেই 'বধাই হো'-র সিকুয়েল বানাতে চলেছেন প্রযোজক ।

'বধাই দো' ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও ও ভূমি পেদনেকরকে । শোনা যাচ্ছে, ছবিতে সমকামী চরিত্রে দেখা যাবে তাঁদের । সম্প্রতি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেন আয়ুষ্মান । আর 'বধাই দো' ছবিতে তিনি অভিনয় করলে পরপর দুটি ছবিতেই তাঁর চরিত্র কিছুটা একইরকম হয়ে যেত । শুটিংয়ের জন্য সময় না পাওয়ার পাশাপাশি এই কারণও ছিল অত্যন্ত প্রাসঙ্গিক ছিল আয়ুষ্মানের কাছে ।

প্রথম ছবিতে তুলে ধরা হয়েছিল এক বয়স্ক মহিলার গর্ভবতী হওয়ার কাহিনি । যা দর্শকদের মন ছুঁয়ে যায় । কমেডির পাশাপাশি গল্প একটা আলাদা মাত্রা যোগ করেছিল ছবিতে । পরবর্তী ছবিতেও পরিচালক নতুন কোনও ভাবনা তুলে ধরবেন বলে অনুমান দর্শকদের । সব ঠিক থাকলে 2021 সালের শুরুর দিকেই মুক্তি পাবে ছবিটি । আর তার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ।

তবে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে আয়ুষ্মানের ঝুলিতে । তার মধ্যে 'গুলাবো সিতাবো'-তে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । এছাড়া অনুভূতি কাশ্যপ পরিচালিত কমেডি ছবিতে আলায়া এফের সঙ্গে জুটি বেঁধেছেন । অন্যদিকে অনুভব সিনহার একটি ছবিতেও সই করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.