ETV Bharat / sitara

অনুরাগকে সমর্থন করে ট্রোলড ইরফান-পুত্র বাবিল, জবাব দিলেন মোক্ষম - বাবিল খানের খবর

অনুরাগ কাশ্যপকে সমর্থন করে সোশাল মিডিয়ায় ট্রোলড বাবিল খান । ইরফান বেঁচে থাকলে নাকি ছেলের এই কথা শুনে লজ্জা পেতেন, এমন মন্তব্য করে বাবিলকে আক্রমণ করা হল সোশাল মিডিয়ায় । তবে মোক্ষম জবাব দিলেন ইরফান-পুত্র ।

Babil khan supported Anurag kahsyap
Babil khan supported Anurag kahsyap
author img

By

Published : Sep 22, 2020, 1:19 PM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । তবে অনেকেরই ধারণা যে, অনুরাগকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে । সরকার বিরোধী ও কঙ্গনা বিরোধী অনুরাগের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই । তার মধ্যে অন্যতম ইরফান খানের ছেলে বাবিল খান ।

তবে বাবিলের এই সমর্থন নেটিজেনদের মোটে পছন্দ হয়নি । অনেকেই মন্তব্য করেছেন যে, ইরফান বেঁচে থাকলে নাকি ছেলেকে দেখে লজ্জা হত তাঁর । তবে এইসব শুনে থেমে যাওয়ার পাত্র নন বাবিল । তিনিও মোক্ষম জবাব দিয়েছেন ।

বাবিল লিখেছেন, "আমি আর বাবা সবথেকে কাছের বন্ধু ছিলাম । তাই আমায় শেখাতে আসবেন না যে, আমার বাবা কী করত । আপনি যদি সত্যিই ইরফানের ফ্যান হন, তাহলে আমার কাছে সেটা প্রমাণ করুন ।"

যে মানুষগুলো ইরফানকে চেনেন বলে দাবি করেছেন, তারা কি আদৌ চেনেন বাবাকে ? প্রশ্ন তুলেছেন বাবিল । মানুষটার ভাবনা, তাঁর মানসিকতা না জেনেই এইসব অবান্তর মন্তব্য দেখে বিরক্ত তিনি । তাই বেশি কথা না বলাই শ্রেয় বাবিলের কাছে ।

দেখে নিন তাঁর পোস্ট...

Babil khan supported Anurag kahsyap
বাবিলের পোস্ট

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । তবে অনেকেরই ধারণা যে, অনুরাগকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে । সরকার বিরোধী ও কঙ্গনা বিরোধী অনুরাগের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই । তার মধ্যে অন্যতম ইরফান খানের ছেলে বাবিল খান ।

তবে বাবিলের এই সমর্থন নেটিজেনদের মোটে পছন্দ হয়নি । অনেকেই মন্তব্য করেছেন যে, ইরফান বেঁচে থাকলে নাকি ছেলেকে দেখে লজ্জা হত তাঁর । তবে এইসব শুনে থেমে যাওয়ার পাত্র নন বাবিল । তিনিও মোক্ষম জবাব দিয়েছেন ।

বাবিল লিখেছেন, "আমি আর বাবা সবথেকে কাছের বন্ধু ছিলাম । তাই আমায় শেখাতে আসবেন না যে, আমার বাবা কী করত । আপনি যদি সত্যিই ইরফানের ফ্যান হন, তাহলে আমার কাছে সেটা প্রমাণ করুন ।"

যে মানুষগুলো ইরফানকে চেনেন বলে দাবি করেছেন, তারা কি আদৌ চেনেন বাবাকে ? প্রশ্ন তুলেছেন বাবিল । মানুষটার ভাবনা, তাঁর মানসিকতা না জেনেই এইসব অবান্তর মন্তব্য দেখে বিরক্ত তিনি । তাই বেশি কথা না বলাই শ্রেয় বাবিলের কাছে ।

দেখে নিন তাঁর পোস্ট...

Babil khan supported Anurag kahsyap
বাবিলের পোস্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.