ETV Bharat / sitara

সবসময় স্রোতের বিপরীতে চলেন খুরানা - আয়ুষ্মান খুরানার খবর

আয়ুষ্মান খুরানা নিজেই ডিকোড করলেন তাঁর সাফল্যের মন্ত্র । জানালেন স্রোতের বিপরীতে চলাই তাঁর একমাত্র লক্ষ্য । সেটাই নাকি তাঁর জন্য খুব কাজে দেয় ।

Ayushamnn khurrana struggle
Ayushamnn khurrana struggle
author img

By

Published : Nov 26, 2020, 4:44 PM IST

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক অন্য ধারার ছবি করেছেন আয়ুষ্মান খুরানা । কমার্শিয়াল ফিল্মের যাবতীয় মশলা সহযোগে তিনি রান্না করেছেন একটু অন্য স্বাদের ছবি । বাঁধা গতে না পড়ে আয়ুষ্মান সব সময়ই ছকভাঙা । আর সেটাই তাঁর সাফল্যের মন্ত্র, IANS-কে জানালেন অভিনেতা ।

আয়ুষ্মান বলেন, "আমি সবসময় স্রোতের বিপরীতে চলেছি । সেটাই আমার জন্য খুব কাজে দিয়েছে । আমি যে ছবিগুলো করেছি সেগুলো প্রত্যেকটাই আমার নিজের খুব কাছের । একজন দর্শক হিসেবে আমি যে ধরনের ছবি দেখতে চেয়েছি সেই ছবিতেই অভিনয় করেছি ।"

আয়ুষ্মান সব সময় এমন ছবি করেছেন, যেগুলো কোনও না কোনও সামাজিক ট্যাবুকে ভাঙার চেষ্টা করেছে । একইসঙ্গে মাস (Mass) এবং ক্লাসকে আকর্ষিত করেছে সেই ছবিগুলো । তার মধ্যে অন্যতম 'শুভ মঙ্গল সাবধান', 'বধাই হো', 'আর্টিকল 15'-এর মতো ছবি ।

Ayushamnn khurrana struggle
.

"আমি খুবই ভাগ্যবান যে, দর্শক আমার সঙ্গে নিজেদের রিলেট করতে পেরেছেন । তারা আমার সঙ্গে কোনও সীমাবদ্ধতা ছাড়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, ছবিগুলোকে গ্রহণ করেছেন । আজ আমি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি সিনেমায় । সেটা দর্শকের জন্যই সম্ভব হয়েছে ।", বললেন আয়ুষ্মান ।

এটা আয়ুষ্মান খুরানার জীবনের সেরা সময়, উচ্ছ্বসিত অভিনেতা এমনটাই জানালেন ।

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক অন্য ধারার ছবি করেছেন আয়ুষ্মান খুরানা । কমার্শিয়াল ফিল্মের যাবতীয় মশলা সহযোগে তিনি রান্না করেছেন একটু অন্য স্বাদের ছবি । বাঁধা গতে না পড়ে আয়ুষ্মান সব সময়ই ছকভাঙা । আর সেটাই তাঁর সাফল্যের মন্ত্র, IANS-কে জানালেন অভিনেতা ।

আয়ুষ্মান বলেন, "আমি সবসময় স্রোতের বিপরীতে চলেছি । সেটাই আমার জন্য খুব কাজে দিয়েছে । আমি যে ছবিগুলো করেছি সেগুলো প্রত্যেকটাই আমার নিজের খুব কাছের । একজন দর্শক হিসেবে আমি যে ধরনের ছবি দেখতে চেয়েছি সেই ছবিতেই অভিনয় করেছি ।"

আয়ুষ্মান সব সময় এমন ছবি করেছেন, যেগুলো কোনও না কোনও সামাজিক ট্যাবুকে ভাঙার চেষ্টা করেছে । একইসঙ্গে মাস (Mass) এবং ক্লাসকে আকর্ষিত করেছে সেই ছবিগুলো । তার মধ্যে অন্যতম 'শুভ মঙ্গল সাবধান', 'বধাই হো', 'আর্টিকল 15'-এর মতো ছবি ।

Ayushamnn khurrana struggle
.

"আমি খুবই ভাগ্যবান যে, দর্শক আমার সঙ্গে নিজেদের রিলেট করতে পেরেছেন । তারা আমার সঙ্গে কোনও সীমাবদ্ধতা ছাড়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, ছবিগুলোকে গ্রহণ করেছেন । আজ আমি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি সিনেমায় । সেটা দর্শকের জন্যই সম্ভব হয়েছে ।", বললেন আয়ুষ্মান ।

এটা আয়ুষ্মান খুরানার জীবনের সেরা সময়, উচ্ছ্বসিত অভিনেতা এমনটাই জানালেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.