মুম্বই : 'আর্টিকল ১৫' মুক্তি পাওয়ার পরই আয়ুষ্মান উড়ে গেছিলেন লক্ষ্ণৌ। সেখানে 'বালা' আর 'গুলাবো সিতাবো' ছবির শুটিং চলছিল। তিন মাস পর তিনি ফিরলেন নিজের বাড়ি, ফিরলেন তাঁর স্ত্রী তাহিরার কাছে।
একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অভিনেতা। সেখানে তাহিরাকে দেখা যাচ্ছে মাটিতে বসে, যেন কিছু খুঁজছেন তিনি। ক্যাপশনে আয়ুষ্মান লিখেছেন, "জানি না ও কী খোঁজার চেষ্টা করছিল, বোধহয় বাড়ির চাবি হারিয়ে গেছিল।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপর আয়ুষ্মান লেখেন, "হয়তো আমিই হারিয়ে গেছিলাম কয়েকমাসের জন্য। ৩ মাস পর আবার ওঁর কাছে ফিরলাম।"
যে তাহিরা স্বামীর সঙ্গে অন্য কারো অনস্ক্রিন রোম্যান্স দেখলে কান্নাকাটি করতেন, সময়ের সঙ্গে অনেকটা বদলেছেন তিনি। একটি চ্যাট শোয়ে এসে এমনটাই বলেছিলেন আয়ুষ্মান-পত্নী। হয়তো আয়ুষ্মানের এই পোস্টটিও তার একটা জলজ্যান্ত প্রমাণ, তিনি পারেন তাঁর স্বামীকে ছেড়ে তিনটে মাস কাটাতে।