ETV Bharat / sitara

'বচ্চন পান্ডে'-তে গ্যাংস্টার অক্ষয়ের বন্ধু আরশাদ - Arshad Bachchan Pandey

আপকামিং ছবি 'বচ্চন পান্ডে'-তে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আরশাদকে । ছবিতে এক গ্যাংস্টারের চরিত্রের অভিনয় করবেন অক্ষয় । আর তার বন্ধুর চরিত্রে দেখা যাবে আরশাদকে । 2021-এর জানুয়ারিতে জয়সালমিরে শুরু হবে ছবির শুটিং ।

sdf
sdf
author img

By

Published : Nov 30, 2020, 8:42 AM IST

মুম্বই : প্রথমবার আরশাদ ওয়ারশির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার । পরবর্তী ছবি 'বচ্চন পান্ডে'-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের । এছাড়াও এই ছবিতে থাকবেন কৃতি শ্যানন । 2021-এর জানুয়ারিতে জয়সালমিরে শুরু হবে ছবির শুটিং ।

ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । যদিও গ্যাংস্টার নয় জীবনে অভিনেতা হতে চেয়েছিল সে । এদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতিকে । কিন্তু, সাংবাদিক সে কোনও দিনই হতে চায়নি । বরং তার পরিচালক হওয়ার ইচ্ছে ছিল । আর ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে দেখা যাবে আরশাদকে । শোনা যাচ্ছে কৃতি ছাড়াও এই ছবিতে আরও এক অভিনেত্রীকে দেখা যাবে । যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা ।

এর আগে লকডাউন শিথিল হওয়ার পরই 'বেল বটম'-এর শুটিং করতে স্কটল্যান্ড গিয়েছিলেন অক্ষয় । সম্প্রতি যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে মানুষী চিল্লারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও 'আতরঙ্গী রে' ছবিতেও দেখা যাবে অক্ষয়কে । সেখানে ধনুষ ও সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি । অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী'। সেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করেছেন ।

আর দিওয়ালির সময় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয়ের 'লক্ষ্মী'। এখানে কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও সমালোচকদের মন জয় করতে পারেনি এই ছবি ।

মুম্বই : প্রথমবার আরশাদ ওয়ারশির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় কুমার । পরবর্তী ছবি 'বচ্চন পান্ডে'-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের । এছাড়াও এই ছবিতে থাকবেন কৃতি শ্যানন । 2021-এর জানুয়ারিতে জয়সালমিরে শুরু হবে ছবির শুটিং ।

ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । যদিও গ্যাংস্টার নয় জীবনে অভিনেতা হতে চেয়েছিল সে । এদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতিকে । কিন্তু, সাংবাদিক সে কোনও দিনই হতে চায়নি । বরং তার পরিচালক হওয়ার ইচ্ছে ছিল । আর ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে দেখা যাবে আরশাদকে । শোনা যাচ্ছে কৃতি ছাড়াও এই ছবিতে আরও এক অভিনেত্রীকে দেখা যাবে । যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা ।

এর আগে লকডাউন শিথিল হওয়ার পরই 'বেল বটম'-এর শুটিং করতে স্কটল্যান্ড গিয়েছিলেন অক্ষয় । সম্প্রতি যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে মানুষী চিল্লারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও 'আতরঙ্গী রে' ছবিতেও দেখা যাবে অক্ষয়কে । সেখানে ধনুষ ও সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি । অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী'। সেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করেছেন ।

আর দিওয়ালির সময় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয়ের 'লক্ষ্মী'। এখানে কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও সমালোচকদের মন জয় করতে পারেনি এই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.