মুম্বই : আজ তৃতীয়বারের জন্য রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তারপরই মাদক যোগের অভিযোগে বিকেলের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারির কয়েক মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া দেন তাঁর আইনজীবী ।
আইনজীবী সতীশ মানশিন্দে বলেন, "কেন্দ্রীয় সংস্থাগুলি একজন মহিলাকে হেনস্থা করে চলেছে কারণ তিনি এক মাদকাসক্ত পুরুষকে ভালোবাসতেন । এছাড়া ওই পুরুষ মানসিকভাবেও অবসাদগ্রস্ত ছিলেন বেশ কয়েক বছর ধরে । মুম্বইয়ের পাঁচজন নামী মনোচিকিৎসক তাঁর চিকিৎসা করছিলেন । আর উনি নিজের জীবন শেষ করে দিয়েছেন বেআইনিভাবে ওষুধ ও মাদক সেবন করে ।"
এছাড়া সংবাদমাধ্যমের সামনে রিয়ার আইনজীবী জানান, মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী । কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশমতো সেই FIR বান্দ্রা পুলিশ CBI-এর হাতে তুলে দিয়েছে ।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে রিয়া স্বীকার করে নিয়েছেন যে তিনি মারিজুয়ানা ভরতি সিগারেট সেবন করেছেন । এছাড়া মাদক সংগ্রহ করার অভিযোগও নাকি মেনে নিয়েছেন তিনি । আর সুশান্তের জন্যই সেই মাদক সংগ্রহ করতেন বলে জিজ্ঞাসাবাদের সময় জানান অভিনেত্রী ।
এদিকে রিয়ার গ্রেপ্তারি প্রসঙ্গে এক NCB আধিকারিক বলেন, "জিজ্ঞাসাবাদের সময় রিয়া আমাদের যা জানিয়েছিলেন সেটা তাঁকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট । আমরা তাঁকে গ্রেপ্তার করেছি, এর মানে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে ।"