মুম্বই : মেয়ে জ়োয়া আর শাজ়ার পর কোরোনায় আক্রান্ত প্রযোজক করিম মোরানিও । পরিবারের দুই সদস্যের কোরোনা সংক্রমণের পর প্রতিদিনই মোরানি পরবারের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল । তখনই জানা যায় যে কোরোনায় আক্রান্ত হয়েছেন করিম । তাঁদের সবার দ্রুত আরোগ্য কামনা করেছেন সলমানের বোন অর্পিতা খান শর্মা ।
সম্প্রতি ইনস্টাগ্রামে জ়োয়া মোরানির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন অর্পিতা । লেখেন, "জ়োয়া মোরানি, শাজ়া ও করিম আঙ্কেল তোমাদের দ্রুত আরোগ্য কামনা করি । সবাই দয়া করে বাড়িতে থাকুন ।"
![sjdfj](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/92580275_742345326304257_2743486842803703386_n_0904newsroom_1586417323_319.jpg)
গত মাসে শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । নির্দেশ মতো কোয়ারেন্টাইনে ছিলেন তিনি । এদিকে 15 মার্চ রাজস্থান থেকে বাড়িতে ফেরেন জ়োয়া । তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দিয়েছিল । কিন্তু, কোরোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এদিকে কোনও উপসর্গ না দেখা দিলেও কোয়ারেন্টাইনের 12 দিনের মাথায় শাজ়ার রিপোর্ট পজ়িটিভ আসে । সঙ্গে সঙ্গে দুই বোনকে ভরতি করা হয় হাসপাতালে । পরের দিনই স্বাস্থ্য পরীক্ষার পর জ়োয়ার রিপোর্টও পজ়িটিভ আসে । পুরো বিষয়টি মেসেজের মাধ্যমে ইন্ডাস্ট্রির সবাইকে জানিয়ে দেন করিম । এর মধ্যে প্রশাসনের তরফে পরিবারের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল । তার মাঝেই করিমের রিপোর্ট পজ়িটিভ আসে ।
এই খবর নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন জ়োয়া । লেখেন, "বাবা, বোন আর আমি COVID 19 পজ়িটিভ । বাবা আর শাজ়ার কোনও লক্ষণ নেই, আমার আছে অল্প ।" এর পাশাপাশি এই সময় যাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁদের ধন্যবাদ জানান জ়োয়া । এমনকী, খুব তাড়াতাড়ি বাড়ি যাবেন বলেও আশাবাদী তিনি ।