ETV Bharat / sitara

কোরোনা যোদ্ধাদের PPE কিট দিয়ে সাহায্য অর্জুনের - Arjun Rampal donates PPEs

BMC-র হাসপাতালগুলির চিকিৎসক ও নার্সদের PPE কিট সরবরাহের জন্য মেডিক লাইফসায়েন্সেসকে সাহায্যের হাত বাড়িতে দিয়েছে অর্জুন রামপালের পরিবার ।

sdf
sdf
author img

By

Published : Apr 22, 2020, 9:25 AM IST

মুম্বই : জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অর্জুন রামপাল । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের সহায্য়ের জন্য PPE কিট দান করল তাঁর পরিবারের সদস্যরা । পাশাপাশি কোরোনা যোদ্ধাদের প্রত্যেককে অন্তত একটা করে ইউনিফর্ম দেওয়ার জন্য সবাইকে আবেদন জানিয়েছেন অর্জুন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অর্জুন । সেখানে PPE কিটের ছবি তুলে ধরেন তিনি । তার পাশাপাশি জানান, BMC-র হাসপাতালগুলির চিকিৎসক ও নার্সদের PPE কিট সরবরাহের জন্য মেডিক লাইফসায়েন্সেসকে সাহায্যের হাত বাড়িতে দিয়েছে রামপাল পরিবার ।

ছবির ক্যাপশনে অর্জুন লেখেন, "সবার কাছে আমার অনুরোধ কোরোনা যোদ্ধাদের আপনারা সাহায্য করুন । নিজেদের জীবনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন তাঁরা । কিন্তু, পর্যাপ্ত কিটের অভাবে কোরোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই । যদি আপনারা সবাই একটি করে ইউনিফর্ম তাঁদের দান করেন তাহলেই আর অভাব থাকে না । আর এভাবেই সুস্থ থেকে লড়াই চালিয়ে যাবেন আমাদের যোদ্ধারা । দয়া করে তাঁদের সাহায্য করুন ।"

তবে শুধু অর্জুন রামপালই নন । এর আগেও কোরোনা যোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক তারকা । PPE কিট দিয়ে সাহায্য করেছেন শাহরুখ সহ অনেকেই । কেউ আবার কোরোনা যোদ্ধাদের থাকার জন্য খুলে দিয়েছেন নিজের হোটেলের দরজাও ।

মুম্বই : জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অর্জুন রামপাল । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হাসপাতাল, চিকিৎসক ও নার্সদের সহায্য়ের জন্য PPE কিট দান করল তাঁর পরিবারের সদস্যরা । পাশাপাশি কোরোনা যোদ্ধাদের প্রত্যেককে অন্তত একটা করে ইউনিফর্ম দেওয়ার জন্য সবাইকে আবেদন জানিয়েছেন অর্জুন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অর্জুন । সেখানে PPE কিটের ছবি তুলে ধরেন তিনি । তার পাশাপাশি জানান, BMC-র হাসপাতালগুলির চিকিৎসক ও নার্সদের PPE কিট সরবরাহের জন্য মেডিক লাইফসায়েন্সেসকে সাহায্যের হাত বাড়িতে দিয়েছে রামপাল পরিবার ।

ছবির ক্যাপশনে অর্জুন লেখেন, "সবার কাছে আমার অনুরোধ কোরোনা যোদ্ধাদের আপনারা সাহায্য করুন । নিজেদের জীবনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন তাঁরা । কিন্তু, পর্যাপ্ত কিটের অভাবে কোরোনায় আক্রান্ত হচ্ছেন অনেকেই । যদি আপনারা সবাই একটি করে ইউনিফর্ম তাঁদের দান করেন তাহলেই আর অভাব থাকে না । আর এভাবেই সুস্থ থেকে লড়াই চালিয়ে যাবেন আমাদের যোদ্ধারা । দয়া করে তাঁদের সাহায্য করুন ।"

তবে শুধু অর্জুন রামপালই নন । এর আগেও কোরোনা যোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক তারকা । PPE কিট দিয়ে সাহায্য করেছেন শাহরুখ সহ অনেকেই । কেউ আবার কোরোনা যোদ্ধাদের থাকার জন্য খুলে দিয়েছেন নিজের হোটেলের দরজাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.