ETV Bharat / sitara

মাদক বিতর্কের মাঝেই জন্মদিন পালন অর্জুনের - অর্জুন রামপালের খবর

কয়েকদিন আগে মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস । NCB অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল বিওরো তলব করে দম্পতিকে । সেই তদন্ত কতদূর জানা নেই । এরই মধ্যে নিজের জন্মদিন পালন করলেন অর্জুন রামপাল ।

Arjun Rampal celebrates birthday
Arjun Rampal celebrates birthday
author img

By

Published : Nov 26, 2020, 8:03 PM IST

মুম্বই : গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা, ছেলে আরিক, দুই মেয়ে মহিকা আর মায়রার সঙ্গে একেবারে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন অর্জুন রামপাল । ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

জাঁকজমক নেই, একদম কাছের কয়েকজন মানুষের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন 48-এর অর্জুন । সোশাল মিডিয়ায় গোটা দুয়েক ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "আমায় এত ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ । প্রিয় মানুষদের সঙ্গে একটা পারফেক্ট দিন কাটালাম ।"

গ্যাব্রিয়েলাও প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ার মাধ্যমে । লিখেছেন, "শুভ জন্মদিন ফেভরিট । তুমি খুব শক্ত মনের মানুষ, আমরা খুব ভালোবাসি তোমায় । সেরা সময়টা এখনও আসা বাকি ।"

দেখে নিন গ্যাব্রিয়েলার পোস্ট...

কয়েকদিন আগে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল NCB । বেশ কয়েক ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা । এরপরই হাজিরা দেওয়ার জন্য তলব করা হয় অর্জুন ও গ্যাব্রিয়েলাকে । সময়মতো তাঁরা পৌঁছন NCB-র অফিসে ।

তবে সেই তদন্ত এখন কতদূরে সেই নিয়ে কিছু জানা যায়নি ।

মুম্বই : গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা, ছেলে আরিক, দুই মেয়ে মহিকা আর মায়রার সঙ্গে একেবারে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন অর্জুন রামপাল । ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

জাঁকজমক নেই, একদম কাছের কয়েকজন মানুষের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন 48-এর অর্জুন । সোশাল মিডিয়ায় গোটা দুয়েক ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, "আমায় এত ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ । প্রিয় মানুষদের সঙ্গে একটা পারফেক্ট দিন কাটালাম ।"

গ্যাব্রিয়েলাও প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ার মাধ্যমে । লিখেছেন, "শুভ জন্মদিন ফেভরিট । তুমি খুব শক্ত মনের মানুষ, আমরা খুব ভালোবাসি তোমায় । সেরা সময়টা এখনও আসা বাকি ।"

দেখে নিন গ্যাব্রিয়েলার পোস্ট...

কয়েকদিন আগে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল NCB । বেশ কয়েক ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা । এরপরই হাজিরা দেওয়ার জন্য তলব করা হয় অর্জুন ও গ্যাব্রিয়েলাকে । সময়মতো তাঁরা পৌঁছন NCB-র অফিসে ।

তবে সেই তদন্ত এখন কতদূরে সেই নিয়ে কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.