মুম্বই : অর্জুন রামপাল আর তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলার ছেলে আরিক । আজ তার এক বছরের জন্মদিন । আর এই বিশেষ দিনেই ছেলের চেহারা পুরো পৃথিবীর সামনে প্রকাশ করলেন অর্জুন ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অর্জুন । সেখানে আরিকের বড় হয়ে ওঠার একটা জার্নি তুলে ধরা হয়েছে । এই এক বছর ধরে খুদে রামপালের অনেক ছোটো ছোটো মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়েছে ।
- View this post on Instagram
My babies... thank you my super talented @mahikaarampal for this lovely video. #happybirthdayArik
">
এছাড়াও আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন অর্জুন । ক্যাপশনে লিখেছেন, "আরিকের এক বছরের জন্মদিনে, পুরো ইনস্টা পরিবারের সঙ্গে ওকে ভাগ করে নিলাম । এত ধৈর্য্য আর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ । লিটল রামপালের সঙ্গে সবাই দেখা করুন । শুঙ জন্মদিন মাই বয়.."
"লিটল রামপাল"-এর সঙ্গে আপনারাও দেখা করে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">