মুম্বই : 'পানিপথ'-এর ট্রেলার সামনে আসার পর থেকেই বিভিন্ন ভাবে ট্রোল করা হচ্ছে অর্জুনকে। তৈরি হচ্ছে নানা মিম, তুলনা করা হচ্ছে 'বাজিরাও মস্তানি'-র রণবীর সিংয়ের চরিত্রের সঙ্গে। অর্জুন জানালেন, তাঁকে নিয়ে হাসাহাসি হয় সেটা তিনি জানেন, কিন্তু কোনও ঐতিহাসিক চরিত্রকে নিয়ে মস্করা করা ঠিক নয়।
সম্প্রতি একটি ইভেন্টে এসে অর্জুন বললেন, "লোকজন আমায় নিয়ে হাসাহাসি করে সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। ব্যাপারটা আমি জানি ও আমি অভ্যস্ত। কিন্তু, কেউ যদি এই ছবিটিকে নিয়ে মস্করা করে তার মানে এটাই দাঁড়ায় যে, যাঁরা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের নিয়ে মস্করা করছেন ট্রোলাররা।"
শুধু এটাই নয়, অর্জুন বিরক্ত আরও একটা ব্যাপারেও। তিনি বললেন, "কেউ তো ভগত সিং বা সুভাষচন্দ্র বসুকে নিয়ে মস্করা করেন না। কিন্তু, সদাশিব রাও ভাউয়ের মতো একজন মানুষকে নিয়ে মজা করা হচ্ছে আর কেউ কোনও প্রতিবাদ করছে না। উনি আমাদের দেশের অন্যতম বীর যোদ্ধা ছিলেন।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আশুতোষ গোয়ারিকর পরিচালিত 'পানিপথ' মুক্তি পাবে ডিসেম্বর মাসের 6 তারিখ। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কাপুর, কৃতি স্যানন, সঞ্জয় দত্ত প্রমুখ।