ETV Bharat / sitara

রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ এ আর রহমানের 'ছোট্ট বন্ধু'-র - ডোনাল্ড ট্রাম্প

দু'দিনের সফরে সম্প্রতি সস্ত্রীক ভারতে এসেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । রাষ্ট্রপতি ভবনে তাঁর জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছিল । নৈশভোজে ছিলেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেনাবাহিনীর আধিকারিকরা, চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিত্ব । ছিলেন এ আর রহমানও । আর ওইদিন সবার চোখের আড়ালে ভবন চত্বরে ঢুকে পড়ে একটি বাঁদর । দেওয়ালের পাশে রাখা টব থেকে ফুল ছিঁড়ে খেতে শুরু করে সে । সেই ভিডিয়ো ক্যামেরাবন্দী করেন এ আর রহমান ।

্ি
্ি
author img

By

Published : Feb 27, 2020, 9:32 PM IST

মুম্বই : রাষ্ট্রপতি ভবনের অন্দরে তখন বসেছে চাঁদের হাট । অ্যামেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কে নেই সেখানে । নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো রাষ্ট্রপতি ভবন । আর সেই নিরাপত্তা বলয়কে বুড়ো আঙুল দেখিয়ে ভবন চত্বরে মধ্যে ঢুকে পড়ে একটি বাঁদর । সবার চোখের আড়ালে সেখানে নৈশভোজ সারে সেও । তার নৈশভোজ করার ঘটনা ক্যামেরাবন্দী করেন এ আর রহমান ।

দু'দিনের সফরে সম্প্রতি সস্ত্রীক ভারতে এসেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এই দু'দিনের সফরে একাধিক কর্মসূচি ছিল তাঁর । তার মধ্যে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ অন্যতম । সেই নৈশভোজে ছিলেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেনাবাহিনীর আধিকারিকরা, চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিত্ব । ছিলেন এ আর রহমানও । ট্রাম্পের জন্য ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সেদিন । জমিয়ে চলে খাওয়া-দাওয়া । কড়া নিরপত্তায় ঘিরে ফেলা হয় গোটা চত্বর । আর সব নিরাপত্তা পেরিয়ে রাষ্ট্রপতি ভবন চত্বরে ঢোকে একটি বাঁদর । ভিতরে যখন সবাই কবজি ডুবিয়ে খেতে ব্যস্ত তখন সেই বা যায় কোথায় । ভবনের মধ্যে নিজের পছন্দের খাবার খুঁজে নেয় সেও ।

ভবন চত্বরের মধ্যে ঢুকে সোজা চলে যায় একটি দেওয়ালের পাশে । সেখানে সারি দিয়ে রাখা ছিল বিভিন্ন ফুল ও গাছের টব । সবার চোখের আড়ালে একটি টবের সামনে বসে সেখান থেকে ফুল ছিঁড়ে খেতে শুরু করে সে । আর সেই গোটা ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দী করেন এ আর রহমান । পরে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "আমাদের ছোট্ট বন্ধুও নৈশভোজ সারছে..."।

এছাড়াও ওইদিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন রহমান । কোথাও খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে, আবার কোথাও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছবি তোলেন তিনি । তবে 'ছোট্ট বন্ধু'-র ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

মুম্বই : রাষ্ট্রপতি ভবনের অন্দরে তখন বসেছে চাঁদের হাট । অ্যামেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কে নেই সেখানে । নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো রাষ্ট্রপতি ভবন । আর সেই নিরাপত্তা বলয়কে বুড়ো আঙুল দেখিয়ে ভবন চত্বরে মধ্যে ঢুকে পড়ে একটি বাঁদর । সবার চোখের আড়ালে সেখানে নৈশভোজ সারে সেও । তার নৈশভোজ করার ঘটনা ক্যামেরাবন্দী করেন এ আর রহমান ।

দু'দিনের সফরে সম্প্রতি সস্ত্রীক ভারতে এসেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এই দু'দিনের সফরে একাধিক কর্মসূচি ছিল তাঁর । তার মধ্যে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ অন্যতম । সেই নৈশভোজে ছিলেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেনাবাহিনীর আধিকারিকরা, চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তিত্ব । ছিলেন এ আর রহমানও । ট্রাম্পের জন্য ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সেদিন । জমিয়ে চলে খাওয়া-দাওয়া । কড়া নিরপত্তায় ঘিরে ফেলা হয় গোটা চত্বর । আর সব নিরাপত্তা পেরিয়ে রাষ্ট্রপতি ভবন চত্বরে ঢোকে একটি বাঁদর । ভিতরে যখন সবাই কবজি ডুবিয়ে খেতে ব্যস্ত তখন সেই বা যায় কোথায় । ভবনের মধ্যে নিজের পছন্দের খাবার খুঁজে নেয় সেও ।

ভবন চত্বরের মধ্যে ঢুকে সোজা চলে যায় একটি দেওয়ালের পাশে । সেখানে সারি দিয়ে রাখা ছিল বিভিন্ন ফুল ও গাছের টব । সবার চোখের আড়ালে একটি টবের সামনে বসে সেখান থেকে ফুল ছিঁড়ে খেতে শুরু করে সে । আর সেই গোটা ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দী করেন এ আর রহমান । পরে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "আমাদের ছোট্ট বন্ধুও নৈশভোজ সারছে..."।

এছাড়াও ওইদিনের অনুষ্ঠানের একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন রহমান । কোথাও খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে, আবার কোথাও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছবি তোলেন তিনি । তবে 'ছোট্ট বন্ধু'-র ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.