ETV Bharat / sitara

অনুষ্কার আয়ুর্বেদিক টিপ - অনুষ্কা শর্মার খবর

দাঁতের পরিচর্যায় অনুষ্কা শর্মা দিলেন একটি আয়ুর্বেদিক টিপ । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর মূল্যবান পরামর্শ ও প্রতিদিনের এক গুরুত্বপূর্ণ রুটিন ।

Anushka sharma ayurvedic tip
Anushka sharma ayurvedic tip
author img

By

Published : Jul 16, 2020, 7:21 PM IST

মুম্বই : এই অতিমারীর মধ্য সবাই ব্যস্ত নিজেদের ইমিউনিটি সিস্টেমকে শক্তপোক্ত বানাতে । এই অবস্থায় অনেক সময়েই দাঁতের পরিচর্যা করার কথা ভুলে যাই আমরা । কিন্তু, অনুষ্কা ভুললেন না । প্রতিদিন সকালে নিজের পোষ্যর সঙ্গে দাঁতের যত্ন নেন অভিনেত্রী ।

রোজ ঘুম থেকে উঠেই মুখে তেল নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেন অনুষ্কা । এটা একটা প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি । চারপেয়ে পোষ্যর সঙ্গে 'ওয়েল পুলিং' করেই সকাল কাটে অভিনেত্রীর ।

অনুষ্কা লিখেছেন, "আমার মিষ্টি ডোগোর সঙ্গে ওয়েল পুলিং করাই আমার সকালের রুটিন । এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক অভ্যেস । অনেকে একে 'কেভালা' বলেন, আবার অনেকে 'গুন্ডুশা' বলেও অভিহিত করেন ।"

খালি পেটে মুখে অল্প তেল নিয়ে কিছুক্ষণ সেটা মুখের মধ্যে ঘুরিয়ে কুলকুচি করে ফেলে দিতে হয় । এর ফলে দাঁত ভালো থাকে । শুধু তাই নয়, শরীরের টক্সিনগুলোই বেরিয়ে যায় । স্বাস্থ্য সচেতন অনুষ্কা নিজেই লিখেছেন এইসব ।

দেখে নিন..

মুম্বই : এই অতিমারীর মধ্য সবাই ব্যস্ত নিজেদের ইমিউনিটি সিস্টেমকে শক্তপোক্ত বানাতে । এই অবস্থায় অনেক সময়েই দাঁতের পরিচর্যা করার কথা ভুলে যাই আমরা । কিন্তু, অনুষ্কা ভুললেন না । প্রতিদিন সকালে নিজের পোষ্যর সঙ্গে দাঁতের যত্ন নেন অভিনেত্রী ।

রোজ ঘুম থেকে উঠেই মুখে তেল নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেন অনুষ্কা । এটা একটা প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি । চারপেয়ে পোষ্যর সঙ্গে 'ওয়েল পুলিং' করেই সকাল কাটে অভিনেত্রীর ।

অনুষ্কা লিখেছেন, "আমার মিষ্টি ডোগোর সঙ্গে ওয়েল পুলিং করাই আমার সকালের রুটিন । এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক অভ্যেস । অনেকে একে 'কেভালা' বলেন, আবার অনেকে 'গুন্ডুশা' বলেও অভিহিত করেন ।"

খালি পেটে মুখে অল্প তেল নিয়ে কিছুক্ষণ সেটা মুখের মধ্যে ঘুরিয়ে কুলকুচি করে ফেলে দিতে হয় । এর ফলে দাঁত ভালো থাকে । শুধু তাই নয়, শরীরের টক্সিনগুলোই বেরিয়ে যায় । স্বাস্থ্য সচেতন অনুষ্কা নিজেই লিখেছেন এইসব ।

দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.