ETV Bharat / sitara

'পাতাল লোক' নিয়ে বিপাকে অনুষ্কা, অভিযোগ দায়ের তাঁর বিরুদ্ধে - অনুষ্কা শর্মার খবর

'দ্য অল অরুণাচলপ্রদেশ গোর্খা ইয়ুথ অ্যাসোসিয়েশন' একটি অভিযোগ দায়ের করল 'পাতাল লোক'-এর প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে । মানবাধিকার কমিশনের জমা করল সেই অভিযোগ ।

Anushka Sharma FIR against Patal Lok
Anushka Sharma FIR against Patal Lok
author img

By

Published : May 25, 2020, 7:22 PM IST

মুম্বই : প্রথম প্রযোজিত ওয়েব সিরিজ় 'পাতাল লোক' নিয়ে বিপাকে অনুষ্কা শর্মা । 'দ্য অল অরুণাচলপ্রদেশ গোর্খা ইয়ুথ অ্যাসোসিয়েশন' একটি অভিযোগ দায়ের করল তাঁর বিরুদ্ধে । সিরিজ়ে নাকি গোর্খা জনজাতির অপমান করা হয়েছে, মনে করছেন তারা ।

মানবাধিকার কমিশনের কাছে 18 মে এই অভিযোগ জানায় অ্যাসোসিয়েশনটি । আবার অন্যদিকে ভারতীয় গোর্খা যুব পরিসংঘ নামে আর এক সংগঠন, যেটি ভারতীয় গোর্খা পরিসংঘ-র একটি শাখা, তারা অনলাইনে একটি ক্যাম্পেন শুরু করেছেন, যাতে ওই বিশেষ দৃশ্যটিকে মিউট করে দেওয়া হয় ।

তাদের অভিযোগ যে, সিরিজ়ে এক মহিলা চরিত্র, যে মেঘালয়ের খাসি প্রজাতির মানুষ, তার বিরুদ্ধে কিছু খারাপ মন্তব্য করা হয়েছে । তাদের এই অভিযোগও রয়েছে যে, 'পাতাল লোক' এই বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বকে স্বাভাবিক বলে মনে করছে ।

উপযুক্ত পদক্ষেপ না নিলে অনুষ্কার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে এই গোর্খা সংগঠন । তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনুষ্কার পক্ষ থেকে ।

15 মে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'পাতাল লোক' । আর তারপর থেকেই দর্শক ও সমালোচকদের মন জিতে নিয়েছে এই ক্রাইম থ্রিলার ।

মুম্বই : প্রথম প্রযোজিত ওয়েব সিরিজ় 'পাতাল লোক' নিয়ে বিপাকে অনুষ্কা শর্মা । 'দ্য অল অরুণাচলপ্রদেশ গোর্খা ইয়ুথ অ্যাসোসিয়েশন' একটি অভিযোগ দায়ের করল তাঁর বিরুদ্ধে । সিরিজ়ে নাকি গোর্খা জনজাতির অপমান করা হয়েছে, মনে করছেন তারা ।

মানবাধিকার কমিশনের কাছে 18 মে এই অভিযোগ জানায় অ্যাসোসিয়েশনটি । আবার অন্যদিকে ভারতীয় গোর্খা যুব পরিসংঘ নামে আর এক সংগঠন, যেটি ভারতীয় গোর্খা পরিসংঘ-র একটি শাখা, তারা অনলাইনে একটি ক্যাম্পেন শুরু করেছেন, যাতে ওই বিশেষ দৃশ্যটিকে মিউট করে দেওয়া হয় ।

তাদের অভিযোগ যে, সিরিজ়ে এক মহিলা চরিত্র, যে মেঘালয়ের খাসি প্রজাতির মানুষ, তার বিরুদ্ধে কিছু খারাপ মন্তব্য করা হয়েছে । তাদের এই অভিযোগও রয়েছে যে, 'পাতাল লোক' এই বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বকে স্বাভাবিক বলে মনে করছে ।

উপযুক্ত পদক্ষেপ না নিলে অনুষ্কার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে এই গোর্খা সংগঠন । তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনুষ্কার পক্ষ থেকে ।

15 মে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'পাতাল লোক' । আর তারপর থেকেই দর্শক ও সমালোচকদের মন জিতে নিয়েছে এই ক্রাইম থ্রিলার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.