মুম্বই : অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা । ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন আর বি-টাউনের সফল অভিনেত্রীর সন্তান হতে চলেছে, এই খবর যেন আলোর গতিতে ছড়িয়েছিল সোশাল মিডিয়ায় । এরপর থেকে অন্তঃসত্ত্বা অনুষ্কা যে ছবিই শেয়ার করে মুহূর্তের মধ্য়ে তা ভাইরাল হয়ে পড়ছে ।
সম্প্রতি আরও একঝাঁক ছবি শেয়ার করেছেন অনুষ্কা । রোদের আলো গায়ে মেয়ে প্রকৃতির কোলে বসে তোলা সেই ছবি । গোলাপি রঙের ডুংরি আর সাদা টি-শার্ট পরে ক্যাশুয়াল আর ফ্রেশ লাগছে অভিনেত্রীকে ।
ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, "পকটে ভরতি রোদ..." বেশ খুশমেজাজে আছেন অনুষ্কা বোঝাই যাচ্ছে ।
অভিনেত্রী এই পোস্ট এক ধাক্কায় ভাইরাল সোশাল মিডিয়ায় । সেলেব থেকে শুরু করে সাধারণ নেটিজেনদেরও মন ভরেছে এই ছবি দেখে । দেখে নিন পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">