ETV Bharat / sitara

অনুষ্কার সাদা-কালো ছবিতে মাত সোশাল মিডিয়া, সঙ্গে বিরাটও - অনুষ্কা শর্মার খবর

সোশাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা । গর্ভবতী অনুষ্কার ছবি দেখে মন ভালো হয়ে গেল নেটিজেনদের । সঙ্গে বিরাট কোহলিরও ।

Anushka sharma monochrome picture
Anushka sharma monochrome picture
author img

By

Published : Oct 4, 2020, 7:11 PM IST

মুম্বই : অনুষ্কা শর্মা সোশাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ না হলেও, কিছুদিন অন্তরই তিনি ফ্যানেদের ট্রিট দিয়ে থাকেন । নিজের ছবি তো দেনই, সঙ্গে দেন স্বামী বিরাটের ছবিও । সেটা নেটিজেনদের জন্য এক উপরি পাওনা বলা যেতে পারে ।

সদ্য একটি মোনোক্রোম ছবি শেয়ার করেছেন অনুষ্কা । হাওয়ায় এলোমেলো তাঁর চুল, ঠোঁটে ঝুলে থাকা আলগা হাসি আর চোখে মাখা হাজারও স্বপ্ন । এমনই এক স্বপ্নীল ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ।

ছবিটির মতো তাঁর ক্যাপশনটিও খুব ছিমছাম । একটা কালো হৃদয় আর একটা সাদা হৃদয় । অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট । ছবিটি ইতিমধ্যেই প্রায় 9 লাখের কাছাকাছি লাইক পেয়ে গেছে । তার মধ্যে রয়েছেন স্বামী বিরাটের লাল হৃদয়টাও ।

দেখে নিন...

অনুষ্কা আপাতত দুবাইতে । সেখানেই চলছে IPL ম্যাচ । বিরাট রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন । তাই বউকেও তিনি সঙ্গে করে নিয়ে গেছেন । সঙ্গে রয়েছে আর একজনও, তবে সে এখন অনুষ্কার গর্ভে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ।

মুম্বই : অনুষ্কা শর্মা সোশাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ না হলেও, কিছুদিন অন্তরই তিনি ফ্যানেদের ট্রিট দিয়ে থাকেন । নিজের ছবি তো দেনই, সঙ্গে দেন স্বামী বিরাটের ছবিও । সেটা নেটিজেনদের জন্য এক উপরি পাওনা বলা যেতে পারে ।

সদ্য একটি মোনোক্রোম ছবি শেয়ার করেছেন অনুষ্কা । হাওয়ায় এলোমেলো তাঁর চুল, ঠোঁটে ঝুলে থাকা আলগা হাসি আর চোখে মাখা হাজারও স্বপ্ন । এমনই এক স্বপ্নীল ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ।

ছবিটির মতো তাঁর ক্যাপশনটিও খুব ছিমছাম । একটা কালো হৃদয় আর একটা সাদা হৃদয় । অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট । ছবিটি ইতিমধ্যেই প্রায় 9 লাখের কাছাকাছি লাইক পেয়ে গেছে । তার মধ্যে রয়েছেন স্বামী বিরাটের লাল হৃদয়টাও ।

দেখে নিন...

অনুষ্কা আপাতত দুবাইতে । সেখানেই চলছে IPL ম্যাচ । বিরাট রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন । তাই বউকেও তিনি সঙ্গে করে নিয়ে গেছেন । সঙ্গে রয়েছে আর একজনও, তবে সে এখন অনুষ্কার গর্ভে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.