মুম্বই : বলিউডের প্রথম সারির পরিচালক অনুরাগ কাশ্যপকে সমন পাঠাল মুম্বই পুলিশ । তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পায়েল ঘোষ । সেই অভিযোগের ভিত্তিতেই এই সমন পাঠানো হল পরিচালককে ।
আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে সকাল 11টায় উপস্থিত থাকতে হবে অনুরাগকে । ANI-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে খবরটি ।
দেখে নিন...
-
Mumbai Police summons film director Anurag Kashyap (in file photo) asking him to appear at Versova Police station tomorrow at 11 am, in connection with the alleged sexual assault against actor Payal Ghosh. pic.twitter.com/JLnlgO6Pzb
— ANI (@ANI) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mumbai Police summons film director Anurag Kashyap (in file photo) asking him to appear at Versova Police station tomorrow at 11 am, in connection with the alleged sexual assault against actor Payal Ghosh. pic.twitter.com/JLnlgO6Pzb
— ANI (@ANI) September 30, 2020Mumbai Police summons film director Anurag Kashyap (in file photo) asking him to appear at Versova Police station tomorrow at 11 am, in connection with the alleged sexual assault against actor Payal Ghosh. pic.twitter.com/JLnlgO6Pzb
— ANI (@ANI) September 30, 2020
পাঁচ বছর আগে নাকি পায়েল ঘোষকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেছিলেন অনুরাগ । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করেছেন অভিনেত্রী । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অনুরাগ । সোশাল মিডিয়ার মাধ্যমে অফিশিয়াল স্টেটমেন্টও দিয়েছেন পরিচালক ।
এদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছেন পায়েল । রাজ্যপালের কাছে Y ক্যাটেগরির সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি ।
এ প্রসঙ্গে পায়েলের আইনজীবী নীতীন সতপুতে বলেন, "সুরক্ষার দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । গোটা ঘটনার কথা তাঁকে জানানো হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালেজিও ছিলেন । বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনিও রাজ্যপালকে অনুরোধ করেছেন ।"
-
Had a great meeting with honorable @maha_governor Shri @BSKoshyari Sir 🙏🏼. He had supported me and we have to go all the way. The naysayers will be there but I will not stop, not stop and not stop. Bring it on!! pic.twitter.com/76OANU9x5Y
— Payal Ghosh (@iampayalghosh) September 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had a great meeting with honorable @maha_governor Shri @BSKoshyari Sir 🙏🏼. He had supported me and we have to go all the way. The naysayers will be there but I will not stop, not stop and not stop. Bring it on!! pic.twitter.com/76OANU9x5Y
— Payal Ghosh (@iampayalghosh) September 29, 2020Had a great meeting with honorable @maha_governor Shri @BSKoshyari Sir 🙏🏼. He had supported me and we have to go all the way. The naysayers will be there but I will not stop, not stop and not stop. Bring it on!! pic.twitter.com/76OANU9x5Y
— Payal Ghosh (@iampayalghosh) September 29, 2020