ETV Bharat / sitara

পায়েল vs অনুরাগ : সমনে সাড়া দিয়ে ভারসোভা থানায় পৌঁছলেন অনুরাগ

author img

By

Published : Oct 1, 2020, 10:43 AM IST

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । সেই অভিযোগের ভিত্তিতে অনুরাগকে সমন পাঠায় মুম্বই পুলিশ । আজ সেই সমনে সাড়া দিয়ে নির্দিষ্ট সময়ে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে উপস্থিত হন অনুরাগ ।

Anurag kashyap reached police station
Anurag kashyap reached police station

মুম্বই : যৌন হেনস্থা মামলায় অনুরাগ কাশ্যপকে তলব করেছিল মুম্বই পুলিশ । আজ ভারসোভা থানায় উপস্থিত থাকার কথা ছিল তাঁর । নির্দিষ্ট সময়ে পুলিশ স্টেশনে হাজির হলেন পরিচালক ।

খুব অল্প সময়ের জন্য ক্যামেরাবন্দী করা গেল তাঁকে । দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

পাঁচ বছর আগে নাকি পায়েল ঘোষকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেছিলেন অনুরাগ । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করেছেন অভিনেত্রী । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অনুরাগ । সোশাল মিডিয়ার মাধ্যমে অফিশিয়াল স্টেটমেন্টও দিয়েছেন পরিচালক ।

এদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছেন পায়েল । রাজ্যপালের কাছে Y ক্যাটেগরির সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি ।

এ প্রসঙ্গে পায়েলের আইনজীবী নীতীন সতপুতে বলেন, "সুরক্ষার দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । গোটা ঘটনার কথা তাঁকে জানানো হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালেজিও ছিলেন । বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনিও রাজ্যপালকে অনুরোধ করেছেন ।"

মুম্বই : যৌন হেনস্থা মামলায় অনুরাগ কাশ্যপকে তলব করেছিল মুম্বই পুলিশ । আজ ভারসোভা থানায় উপস্থিত থাকার কথা ছিল তাঁর । নির্দিষ্ট সময়ে পুলিশ স্টেশনে হাজির হলেন পরিচালক ।

খুব অল্প সময়ের জন্য ক্যামেরাবন্দী করা গেল তাঁকে । দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

পাঁচ বছর আগে নাকি পায়েল ঘোষকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেছিলেন অনুরাগ । তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করেছেন অভিনেত্রী । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অনুরাগ । সোশাল মিডিয়ার মাধ্যমে অফিশিয়াল স্টেটমেন্টও দিয়েছেন পরিচালক ।

এদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছেন পায়েল । রাজ্যপালের কাছে Y ক্যাটেগরির সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি ।

এ প্রসঙ্গে পায়েলের আইনজীবী নীতীন সতপুতে বলেন, "সুরক্ষার দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । গোটা ঘটনার কথা তাঁকে জানানো হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালেজিও ছিলেন । বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনিও রাজ্যপালকে অনুরোধ করেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.