ETV Bharat / sitara

'দা লাস্ট শো'-এর শুটিং শেষ করলেন অনুপম - rap up shooting The Last Show

ইনস্টাগ্রামে দুটি একই ছবি পোস্ট করেন অনুপম । সেখানে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনুপম । সেই ছবিতে ভোপালের বিখ্যাত ঐতিহাসিক জায়গা গুলহর মহলের সামনে অনুপম ও সতীশ কৌশিককে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । ছবির শুটিং শেষ হওয়ার কথাও ক্যাপশনে জানিয়েছেন তিনি ।

df
sdf
author img

By

Published : Oct 14, 2020, 11:57 PM IST

মুম্বই : আপকামিং ছবি 'দা লাস্ট শো'-এর শুটিং শেষ করলেন অনুপম খের । সম্প্রতি একথা ঘোষণা করেন তিনি ।

গত মাসেই ছবির কথা ঘোষণা করেছিলেন অনুপম । জানিয়েছিলেন, 'দা লাস্ট শো' ছবিটি তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন সতীশ কৌশিক ও রুমি জাফর । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পল্লবী ও অনুপমকে । ভোপালের বিভিন্ন জায়গায় চলছিল ছবির শুটিং । কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে শুটিংয়ের বেশ কিছু ছবি । সেখানে একটি জুতোর দোকানের মধ্যে তাঁদের দু'জনকে দেখা গিয়েছিল ।

ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী । আর এই ছবির মাধ্যমে কোরোনা পরিস্থিতির মধ্যে প্রথম শুটিং ফ্লোরে ফেরেন অনুপম ।

ইনস্টাগ্রামে একটি সাদা-কালো ও একটি রঙিন ছবি পোস্ট করে এই সময় শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি । সেই ছবিতে ভোপালের বিখ্যাত ঐতিহাসিক জায়গা গুলহর মহলের সামনে অনুপম ও সতীশ কৌশিককে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । ছবির শুটিং শেষ হওয়ার কথাও ক্যাপশনে জানিয়েছেন তিনি ।

লোকগীতি ও কাওয়ালিকে এই ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে । এছাড়া ভোপালের একাধিক শিল্পী এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন । একটি কাওয়ালি গানে স্থানীয় শিল্পীদের পারফর্ম করতে দেখা যাবে ।

মুম্বই : আপকামিং ছবি 'দা লাস্ট শো'-এর শুটিং শেষ করলেন অনুপম খের । সম্প্রতি একথা ঘোষণা করেন তিনি ।

গত মাসেই ছবির কথা ঘোষণা করেছিলেন অনুপম । জানিয়েছিলেন, 'দা লাস্ট শো' ছবিটি তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন সতীশ কৌশিক ও রুমি জাফর । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পল্লবী ও অনুপমকে । ভোপালের বিভিন্ন জায়গায় চলছিল ছবির শুটিং । কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে শুটিংয়ের বেশ কিছু ছবি । সেখানে একটি জুতোর দোকানের মধ্যে তাঁদের দু'জনকে দেখা গিয়েছিল ।

ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী । আর এই ছবির মাধ্যমে কোরোনা পরিস্থিতির মধ্যে প্রথম শুটিং ফ্লোরে ফেরেন অনুপম ।

ইনস্টাগ্রামে একটি সাদা-কালো ও একটি রঙিন ছবি পোস্ট করে এই সময় শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি । সেই ছবিতে ভোপালের বিখ্যাত ঐতিহাসিক জায়গা গুলহর মহলের সামনে অনুপম ও সতীশ কৌশিককে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে । ছবির শুটিং শেষ হওয়ার কথাও ক্যাপশনে জানিয়েছেন তিনি ।

লোকগীতি ও কাওয়ালিকে এই ছবিতে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে । এছাড়া ভোপালের একাধিক শিল্পী এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন । একটি কাওয়ালি গানে স্থানীয় শিল্পীদের পারফর্ম করতে দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.