ETV Bharat / sitara

সুশান্তের মায়ের ছবি হাতে অঙ্কিতা, সোশাল মিডিয়ায় ঝড় - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মায়ের ছবি হাতে একটি পোস্ট করলেন অঙ্কিতা লোখান্ডে । সমর্থন করলেন #warriors4ssr আন্দোলনকে ।

Ankita lokhande shares sushant singh's mother
Ankita lokhande shares sushant singh's mother
author img

By

Published : Aug 8, 2020, 2:13 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল অঙ্কিতা লোখান্ডের । শুধু অভিনেতার সঙ্গে নয়, তাঁর পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল অঙ্কিতার । সুশান্তের মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী । দিলেন আবেগপ্রবণ বার্তা ।

অঙ্কিতা লিখেছেন, "আশা করি তোমরা একসঙ্গেই আছ । #warriors4ssr" ঊষা সিং, সুশান্তের মা, মারা যান 2002 সালে । তখন সুশান্ত সবেমাত্র 16 বছরে পা দিয়েছেন ।

অঙ্কিতার এই পোস্টে রীতিমতো ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় । সাধারণ মানুষ তো বটেই, সুশান্তের পরিবারের মানুষরাও সমর্থন জানিয়েছেন তাঁকে ।

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি লিখেছেন, "হ্যাঁ, ওরা একসঙ্গেই আছে । তোমায় খুব ভালোবাসি । শক্ত থাক, আমাদের এখন অনেক লড়াই লড়তে হবে, জাস্টিস পেতে হবে ।"

দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল অঙ্কিতা লোখান্ডের । শুধু অভিনেতার সঙ্গে নয়, তাঁর পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল অঙ্কিতার । সুশান্তের মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী । দিলেন আবেগপ্রবণ বার্তা ।

অঙ্কিতা লিখেছেন, "আশা করি তোমরা একসঙ্গেই আছ । #warriors4ssr" ঊষা সিং, সুশান্তের মা, মারা যান 2002 সালে । তখন সুশান্ত সবেমাত্র 16 বছরে পা দিয়েছেন ।

অঙ্কিতার এই পোস্টে রীতিমতো ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় । সাধারণ মানুষ তো বটেই, সুশান্তের পরিবারের মানুষরাও সমর্থন জানিয়েছেন তাঁকে ।

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি লিখেছেন, "হ্যাঁ, ওরা একসঙ্গেই আছে । তোমায় খুব ভালোবাসি । শক্ত থাক, আমাদের এখন অনেক লড়াই লড়তে হবে, জাস্টিস পেতে হবে ।"

দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.