মুম্বই : শরীর ঠিক রাখার জন্য অনেক কিছুই করতে হয় অভিনেতাদের । নিয়মিত শরীর চর্চার পাশাপাশি খাবারের তালিকা থেকে অনেক সময় বাদ দিতে হয় প্রিয় খাবারগুলিকেও । আর সেই প্রিয় খাবার হঠাৎ সামনে চলে এলে খুশিতে ভরে ওঠে মনটা । ঠিক যেমন অবস্থা হয়েছে অনন্যা পান্ডের ।
এই মুহূর্তে দুবাইতে রয়েছেন অনন্যা । আর সেখান থেকেই ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন তিনি । সেখানে একটি বেঞ্চের উপর বসে রয়েছেন তিনি । আর একটি ছবিতে বার্গার হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখে দেখা গিয়েছে তাঁকে । আর অন্যটিতে মনের আনন্দে তা খাচ্ছেন তিনি । এই ছবি দেখে এক ঝলকে দেখে মনে হবে কতদিন তিনি বার্গার খাননি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আসলে প্রায় প্রতি রবিবারই বার্গার খান অনন্যা । বার্গার তাঁর কাছে খুবই প্রিয় । তাই গোটা সপ্তাহ পেরিয়ে যখন তিনি বার্গারের মুখ দেখেন তখন তাঁর অবস্থাটা কিছুটা এইরকমই হয়ে যায় । ছবির ক্যাপশনে একথা জানিয়েছেন তিনি ।
'স্টুডেন্ট অফ দা ইয়ার 2' দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা । সেখানে তারা সুতারিয়া ও টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । আর শেষবার ইশান খাট্টারের বিপরীতে 'খালি পিলি'-তে অভিনয় করেছিলেন তিনি । এছাড়া 'ফাইটার'-এর মতো ছবি রয়েছে তাঁর হাতে । সেখানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । হিন্দি ও তেলুগুতে মুক্তি পাবে ছবিটি । তাছাড়াও রয়েছে পরিচালক শকুন বর্তার একটি ছবি । এই ছবির নাম অবশ্য জানা যায়নি । এই ছবিতে দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । ইতিমধ্যেই গোয়াতে ছবির শুটিং শেষ করেছেন তাঁরা ।