ETV Bharat / sitara

দিওয়ালিতে বাজি ফেটে জখম হয়েছিল হাত, স্মৃতিচারণা অমিতাভের

author img

By

Published : May 14, 2020, 2:33 PM IST

টুইট করে অমিতাভ লেখেন, "আঙুল হল মানুষের শরীরের সবথেকে কঠিন একটা অংশ । সারাক্ষণ একে চালিয়ে যেতে হবে । থেমে গেলেই তা স্টিফ হয়ে যাবে । আমি জানি, দিওয়ালিতে বাজি ফেটে আমার হাত জখম হয়েছিল...2 মাস সময় লেগেছিল আমার আঙুল নাড়াতে ।"

sdf
sdf

মুম্বই : একবার দিওয়ালির সময় বাজি পোড়াতে গিয়ে তা ফেটে গিয়েছিল অমিতাভ বচ্চনের হাতে । হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় । কারচিফ দিয়ে স্টাইল করে সব সময় বাঁধা থাকত হাত । যাতে না কেউ দেখতে পায় । আবার কখনও হাতটি পকেটে ঢুকিয়ে রাখতেন বিগ বি । সম্প্রতি নিজের ব্লগে সেই স্মৃতিচারণা করেন তিনি ।

টুইট করে তিনি লেখেন, "আঙুল হল মানুষের শরীরের সবথেকে কঠিন একটা অংশ । সারাক্ষণ একে চালিয়ে যেতে হবে । থেমে গেলেই তা স্টিফ হয়ে যাবে । আমি জানি, দিওয়ালিতে বাজি ফেটে আমার হাত জখম হয়েছিল...2 মাস সময় লেগেছিল আমার আঙুল নাড়াতে ।"

  • T 3530 -
    Fingers ... the most difficult element of the human body to restructure .. need movement continuously .. stop movement they become stiff .. I know .. blew my hand off with a Diwali bomb .. took me 2 months to move my thumb to my index finger !! .. & now how creative pic.twitter.com/qc6kKk3fRD

    — Amitabh Bachchan (@SrBachchan) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি লকডাউনের মধ্যে বাড়িতে বসে এখন এই স্মৃতিচারণাই করছেন অমিতাভ । একই ঘটনা তুলে ধরে ব্লগে তিনি লেখেন, "হাত জখম হওয়ার পরও আমি কাজ বন্ধ করিনি । শুটিং চালিয়ে গিয়েছি । ওই সময় 'ইনকিলাব' ও 'শারাবি' ছবির শুটিং করি ।" 1984 সালেই মুক্তি পায় দুটি ছবি । ওই হাত নিয়েও সমান তালে শুটিং করেছিলেন অমিতাভ ।

লকডাউনের মধ্যে বাড়িতে বসে মাঝে মধ্যেই স্মৃতিচারণা করছেন অমিতাভ । কখনও নিজের ক্যারিয়ারের শুরুর দিককার । আবার কখনও সন্তানদের ছেলেবেলার স্মৃতিচারণা করতে দেখা যাচ্ছে তাঁকে । আর সেই সব মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি ।

  • T 3531 -Joined Film Ind., in 1969 .. in 2020 .. its 51 years !! .. seen many changes and challenges .. NOW another CHALLENGE ..
    DIGITAL RELEASE of my film GULABO SITABO !!
    June 12 Amazon Prime 200+ country's .. THAT IS AMAZING !
    Honoured to be a part of yet another change pic.twitter.com/ccH2Qxh92D

    — Amitabh Bachchan (@SrBachchan) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আর কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে তাঁর আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। সেখানে আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । ছবিটি হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও লকডাউনের জেরে তা সম্ভব হচ্ছে না । আর সেই কারণেই এটিকে ডিজিটালে রিলিজ় করার কথা চিন্তাভাবনা করেছেন পরিচালক সুজিত সরকার । সেই মতো 12 জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি । আজ সকালে টুইট করে একথা জানান অমিতাভ ও আয়ুষ্মান দু'জনেই ।

মুম্বই : একবার দিওয়ালির সময় বাজি পোড়াতে গিয়ে তা ফেটে গিয়েছিল অমিতাভ বচ্চনের হাতে । হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় । কারচিফ দিয়ে স্টাইল করে সব সময় বাঁধা থাকত হাত । যাতে না কেউ দেখতে পায় । আবার কখনও হাতটি পকেটে ঢুকিয়ে রাখতেন বিগ বি । সম্প্রতি নিজের ব্লগে সেই স্মৃতিচারণা করেন তিনি ।

টুইট করে তিনি লেখেন, "আঙুল হল মানুষের শরীরের সবথেকে কঠিন একটা অংশ । সারাক্ষণ একে চালিয়ে যেতে হবে । থেমে গেলেই তা স্টিফ হয়ে যাবে । আমি জানি, দিওয়ালিতে বাজি ফেটে আমার হাত জখম হয়েছিল...2 মাস সময় লেগেছিল আমার আঙুল নাড়াতে ।"

  • T 3530 -
    Fingers ... the most difficult element of the human body to restructure .. need movement continuously .. stop movement they become stiff .. I know .. blew my hand off with a Diwali bomb .. took me 2 months to move my thumb to my index finger !! .. & now how creative pic.twitter.com/qc6kKk3fRD

    — Amitabh Bachchan (@SrBachchan) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি লকডাউনের মধ্যে বাড়িতে বসে এখন এই স্মৃতিচারণাই করছেন অমিতাভ । একই ঘটনা তুলে ধরে ব্লগে তিনি লেখেন, "হাত জখম হওয়ার পরও আমি কাজ বন্ধ করিনি । শুটিং চালিয়ে গিয়েছি । ওই সময় 'ইনকিলাব' ও 'শারাবি' ছবির শুটিং করি ।" 1984 সালেই মুক্তি পায় দুটি ছবি । ওই হাত নিয়েও সমান তালে শুটিং করেছিলেন অমিতাভ ।

লকডাউনের মধ্যে বাড়িতে বসে মাঝে মধ্যেই স্মৃতিচারণা করছেন অমিতাভ । কখনও নিজের ক্যারিয়ারের শুরুর দিককার । আবার কখনও সন্তানদের ছেলেবেলার স্মৃতিচারণা করতে দেখা যাচ্ছে তাঁকে । আর সেই সব মুহূর্তের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করছেন তিনি ।

  • T 3531 -Joined Film Ind., in 1969 .. in 2020 .. its 51 years !! .. seen many changes and challenges .. NOW another CHALLENGE ..
    DIGITAL RELEASE of my film GULABO SITABO !!
    June 12 Amazon Prime 200+ country's .. THAT IS AMAZING !
    Honoured to be a part of yet another change pic.twitter.com/ccH2Qxh92D

    — Amitabh Bachchan (@SrBachchan) May 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আর কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে তাঁর আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। সেখানে আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । ছবিটি হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও লকডাউনের জেরে তা সম্ভব হচ্ছে না । আর সেই কারণেই এটিকে ডিজিটালে রিলিজ় করার কথা চিন্তাভাবনা করেছেন পরিচালক সুজিত সরকার । সেই মতো 12 জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি । আজ সকালে টুইট করে একথা জানান অমিতাভ ও আয়ুষ্মান দু'জনেই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.