মুম্বই : মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ভাইরাল মেসেজ শেয়ার করলেন অভিনেতা অমিতাভ বচ্চন ৷ ওই মেসেজ বলে দিচ্ছে যে ভারতীয় ক্রিকেট দলের ঠিক কতজন ক্রিকেটার কন্যাসন্তানের পিতা হয়েছেন ৷ কিংবদন্তি এই অভিনেতার টুইট স্বাভাবিক ভাবে সাধারণ নেটিজেন থেকে সেলেবদের মধ্যে হইচই ফেলে দিয়েছে৷
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কার শর্মার কন্যাসন্তান হয়েছে৷ বিরাট ছাড়াও ভারতীয় ক্রিকেটের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, নটরাজন, উমেশ যাদব কন্যাসন্তানের বাবা বলে ওই ভাইরাল মেসেজে উল্লেখ করা হয়েছে৷ একই সঙ্গে সেখানে মজা করে লেখা হয়েছে যে এই ভাবে ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল তৈরি হচ্ছে৷
-
T 3782 - An input from Ef laksh ~
— Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
"... and Dhoni also has daughter .. will she be Captain ? 🙏'' pic.twitter.com/KubpvdOzjt
">T 3782 - An input from Ef laksh ~
— Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021
"... and Dhoni also has daughter .. will she be Captain ? 🙏'' pic.twitter.com/KubpvdOzjtT 3782 - An input from Ef laksh ~
— Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021
"... and Dhoni also has daughter .. will she be Captain ? 🙏'' pic.twitter.com/KubpvdOzjt
আরও পড়ুন: সন্তানের ছবি না তোলার জন্য পাপারাৎজ়িদের অনুরোধ বিরুষ্কার
এই মেসেজ শেয়ার করে বিগ-বি নিজের তরফে কিছু সংযোজন করেছেন৷ ওই মেসেজে মহেন্দ্র সিং ধোনির নাম নেই৷ সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, "ধোনিরও মেয়ে আছে৷ সে কি ক্যাপ্টেন হবে?" বিগ-বি টুইট করতেই অনেকে কমেন্ট করতে শুরু করেন৷ কারও মতে, এমন হলে মন্দ হয় না৷ আবার কেউ কেউ মনে করছেন, এই ক্ষেত্রে নেপোটিজ়ম কাজ করবে না৷