ETV Bharat / sitara

অস্ত্রোপচারের পর ভক্তদের ধন্যবাদ অমিতাভের - অমিতাভ বচ্চনেরর শারীরিক অবস্থা

অস্ত্রোপচারের পরেই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ধন্যবাদ জানান তাঁর শুভাকাঙ্ক্ষীদের ৷ গত শনিবারই তিনি তাঁর অস্ত্রোপচারের কথা সোশাল মিডিয়াতে শেয়ার করেন ৷ সেই মুহূর্তেই ভক্তদের শুভ কামনায় ভরে যায় সোশাল মিডিয়া ৷ তারই প্রতিক্রিয়া জানান তিনি ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 1, 2021, 5:26 PM IST

মুম্বই : অস্ত্রোপচার সম্পূর্ণ হওয়ার পরই অমিতাভ বচ্চন তাঁর শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনার উদ্দেশে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়াতে শেয়ার করলেন পোস্ট ৷ কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানান ভক্তদের ৷ শনিবার বিগ-বি একটি পোস্টের দ্বারা তাঁর এই অসুস্থার কথা সোশাল মিডিয়ায় প্রকাশ করেন ৷

তিনি লেখেন, "শারীরিক অবস্থা..অস্ত্রোপ্রচার..লিখতে পারছি না।" সেইমাত্র ভক্তদের বিগ-বি র প্রতি শুভ কামনায় ভরে ওঠে গোটা সোশাল মিডিয়া ৷ জীবনের দীর্ঘ 78 বছরে নানা ওঠা-নামা দেখার পরও নিজেকে সর্বদা ভক্তদের সঙ্গে জুড়ে থাকার তাঁর এই শিল্প অনুপ্রাণিত করবে সকলকেই ৷

তাঁর ভক্তদের স্বস্তি দিতে ও তাঁদের ধন্যবাদ জানিয়েই পোস্ট করেন বিগ-বি ৷

মুম্বই : অস্ত্রোপচার সম্পূর্ণ হওয়ার পরই অমিতাভ বচ্চন তাঁর শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনার উদ্দেশে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়াতে শেয়ার করলেন পোস্ট ৷ কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানান ভক্তদের ৷ শনিবার বিগ-বি একটি পোস্টের দ্বারা তাঁর এই অসুস্থার কথা সোশাল মিডিয়ায় প্রকাশ করেন ৷

তিনি লেখেন, "শারীরিক অবস্থা..অস্ত্রোপ্রচার..লিখতে পারছি না।" সেইমাত্র ভক্তদের বিগ-বি র প্রতি শুভ কামনায় ভরে ওঠে গোটা সোশাল মিডিয়া ৷ জীবনের দীর্ঘ 78 বছরে নানা ওঠা-নামা দেখার পরও নিজেকে সর্বদা ভক্তদের সঙ্গে জুড়ে থাকার তাঁর এই শিল্প অনুপ্রাণিত করবে সকলকেই ৷

তাঁর ভক্তদের স্বস্তি দিতে ও তাঁদের ধন্যবাদ জানিয়েই পোস্ট করেন বিগ-বি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.