মুম্বই, 11 অক্টোবর : সোমবার 79-তে পা দিলেন অমিতাভ বচ্চন ৷ দেশের চলচ্চিত্রের ফাদার ফিগার হিসেবে বলিউডের শাহেনশার থেকে অনুরাগীদের প্রত্যাশা অনেক ৷ তাকেই মান্যতা দিয়ে বিশেষ দিনে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করলেন বিগ বি ৷ জনপ্রিয় একটি পান মশলার এনডোর্সমেন্ট থেকে সরিয়ে নিলেন নিজেকে ৷ অনুরাগীদের সমালোচনা, জাতীয় তামাক বিরোধী সংস্থার লাগাতার অনুরোধের মুখে পড়ে পান মশলার বিজ্ঞাপনকে অবশেষে 'না' বললেন অমিতাভ ৷
পান মশলার বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিয়ে শাহেনশা জানালেন , পান মশলার বিজ্ঞাপন যে সারোগেট বিজ্ঞাপনের ক্যাটেগরিতে পড়ে এ ধারণা তাঁর ছিল না ৷ এনডোর্সমেন্ট থেকে নিজেকে শুধু সরিয়ে নেওয়াই নয়, এযাবৎ সংশ্লিষ্ট পান মশলার ব্র্যান্ড থেকে বিজ্ঞাপন-বাবদ পাওয়া সমস্ত অর্থই তিনি ফিরিয়ে দিয়েছেন ৷ এক অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহেই ওই পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বিগ বি ৷ অমিতাভ অভিনীত বিজ্ঞাপনটি এয়ার হওয়ার দিনকয়েকের মধ্যেই সরে দাঁড়ালেন অভিনেতা ৷
আরও পড়ুন : 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা
সম্প্রতি জাতীয় তামাক বিরোধী সংস্থার তরফ থেকে কিংবদন্তি অভিনেতাকে অনুরোধ করা হয় পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ৷ কারণ হিসেবে জানানো হয়, মানুষের শরীরে পান মশলা তামাকের মতই ব্যাপক ক্ষতিকর ৷ পাশাপাশি বিগ বি যেহেতু সরকারের পালস পোলিও ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই পান মশলার বিজ্ঞাপন থেকে অভিনেতার নিজেকে সরিয়ে নেওয়া উচিত ৷
অমিতাভ বচ্চনের পাশাপাশি শাহরুখ খান, অজয় দেবগণ, রণবীর সিং, হৃত্বিক রোশনের মত তারকারা পান মশলার ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন ৷ ফলে তরুণ প্রজন্মের মধ্যে তামাক বা পান মশলার ব্যবহার বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি ৷