ETV Bharat / sitara

Amitabh Bachchan : পান মশলার বিজ্ঞাপন আর নয়, জন্মদিনে চুক্তি বাতিলের কথা জানালেন বিগ বি

সম্প্রতি জাতীয় তামাক বিরোধী সংস্থার তরফ থেকে কিংবদন্তি অভিনেতাকে অনুরোধ করা হয় পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ৷ কারণ হিসেবে জানানো হয়, মানুষের শরীরে পান মশলা তামাকের মতই ব্যাপক ক্ষতিকর ৷

Amitabh Bachchan
জন্মদিনে দৃষ্টান্তমূলক পদক্ষেপ বিগ বি-র, পান মশলার বিজ্ঞাপন থেকে সরালেন নিজেকে
author img

By

Published : Oct 11, 2021, 10:08 PM IST

মুম্বই, 11 অক্টোবর : সোমবার 79-তে পা দিলেন অমিতাভ বচ্চন ৷ দেশের চলচ্চিত্রের ফাদার ফিগার হিসেবে বলিউডের শাহেনশার থেকে অনুরাগীদের প্রত্যাশা অনেক ৷ তাকেই মান্যতা দিয়ে বিশেষ দিনে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করলেন বিগ বি ৷ জনপ্রিয় একটি পান মশলার এনডোর্সমেন্ট থেকে সরিয়ে নিলেন নিজেকে ৷ অনুরাগীদের সমালোচনা, জাতীয় তামাক বিরোধী সংস্থার লাগাতার অনুরোধের মুখে পড়ে পান মশলার বিজ্ঞাপনকে অবশেষে 'না' বললেন অমিতাভ ৷

পান মশলার বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিয়ে শাহেনশা জানালেন , পান মশলার বিজ্ঞাপন যে সারোগেট বিজ্ঞাপনের ক্যাটেগরিতে পড়ে এ ধারণা তাঁর ছিল না ৷ এনডোর্সমেন্ট থেকে নিজেকে শুধু সরিয়ে নেওয়াই নয়, এযাবৎ সংশ্লিষ্ট পান মশলার ব্র্যান্ড থেকে বিজ্ঞাপন-বাবদ পাওয়া সমস্ত অর্থই তিনি ফিরিয়ে দিয়েছেন ৷ এক অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহেই ওই পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বিগ বি ৷ অমিতাভ অভিনীত বিজ্ঞাপনটি এয়ার হওয়ার দিনকয়েকের মধ্যেই সরে দাঁড়ালেন অভিনেতা ৷

আরও পড়ুন : 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা

সম্প্রতি জাতীয় তামাক বিরোধী সংস্থার তরফ থেকে কিংবদন্তি অভিনেতাকে অনুরোধ করা হয় পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ৷ কারণ হিসেবে জানানো হয়, মানুষের শরীরে পান মশলা তামাকের মতই ব্যাপক ক্ষতিকর ৷ পাশাপাশি বিগ বি যেহেতু সরকারের পালস পোলিও ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই পান মশলার বিজ্ঞাপন থেকে অভিনেতার নিজেকে সরিয়ে নেওয়া উচিত ৷

অমিতাভ বচ্চনের পাশাপাশি শাহরুখ খান, অজয় দেবগণ, রণবীর সিং, হৃত্বিক রোশনের মত তারকারা পান মশলার ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন ৷ ফলে তরুণ প্রজন্মের মধ্যে তামাক বা পান মশলার ব্যবহার বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি ৷

মুম্বই, 11 অক্টোবর : সোমবার 79-তে পা দিলেন অমিতাভ বচ্চন ৷ দেশের চলচ্চিত্রের ফাদার ফিগার হিসেবে বলিউডের শাহেনশার থেকে অনুরাগীদের প্রত্যাশা অনেক ৷ তাকেই মান্যতা দিয়ে বিশেষ দিনে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করলেন বিগ বি ৷ জনপ্রিয় একটি পান মশলার এনডোর্সমেন্ট থেকে সরিয়ে নিলেন নিজেকে ৷ অনুরাগীদের সমালোচনা, জাতীয় তামাক বিরোধী সংস্থার লাগাতার অনুরোধের মুখে পড়ে পান মশলার বিজ্ঞাপনকে অবশেষে 'না' বললেন অমিতাভ ৷

পান মশলার বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিয়ে শাহেনশা জানালেন , পান মশলার বিজ্ঞাপন যে সারোগেট বিজ্ঞাপনের ক্যাটেগরিতে পড়ে এ ধারণা তাঁর ছিল না ৷ এনডোর্সমেন্ট থেকে নিজেকে শুধু সরিয়ে নেওয়াই নয়, এযাবৎ সংশ্লিষ্ট পান মশলার ব্র্যান্ড থেকে বিজ্ঞাপন-বাবদ পাওয়া সমস্ত অর্থই তিনি ফিরিয়ে দিয়েছেন ৷ এক অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহেই ওই পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বিগ বি ৷ অমিতাভ অভিনীত বিজ্ঞাপনটি এয়ার হওয়ার দিনকয়েকের মধ্যেই সরে দাঁড়ালেন অভিনেতা ৷

আরও পড়ুন : 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা

সম্প্রতি জাতীয় তামাক বিরোধী সংস্থার তরফ থেকে কিংবদন্তি অভিনেতাকে অনুরোধ করা হয় পান মশলার ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ৷ কারণ হিসেবে জানানো হয়, মানুষের শরীরে পান মশলা তামাকের মতই ব্যাপক ক্ষতিকর ৷ পাশাপাশি বিগ বি যেহেতু সরকারের পালস পোলিও ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই পান মশলার বিজ্ঞাপন থেকে অভিনেতার নিজেকে সরিয়ে নেওয়া উচিত ৷

অমিতাভ বচ্চনের পাশাপাশি শাহরুখ খান, অজয় দেবগণ, রণবীর সিং, হৃত্বিক রোশনের মত তারকারা পান মশলার ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন ৷ ফলে তরুণ প্রজন্মের মধ্যে তামাক বা পান মশলার ব্যবহার বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.