ETV Bharat / sitara

"ধীরে ধীরে সুস্থ হচ্ছি", সোশাল মিডিয়ায় পোস্ট অমিতাভের - স্বাস্থ্য নিয়ে অমিতাভ বচ্চন

কয়েকদিন আগে ফের অসুস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন । তবে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন অভিনেতা ।

Amitabh Bachchan social media post
Amitabh Bachchan social media post
author img

By

Published : Dec 25, 2019, 4:12 PM IST

মুম্বই : ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের প্রোগ্রামে আসতে পারেননি অমিতাভ । শরীর খারাপ ছিল তাঁর । তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিগ বি, জানালেন নিজেই ।

টুইটারে একটি পোস্টের মাধ্যমে অমিতাভ জানিয়েছেন, "আমায় এত 'গেট ওয়েল' পাঠানোর জন্য অনেক ধন্যবাদ । আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি । আমি কৃতজ্ঞ ।"

  • T 3587/8/9 - Thank you for your 'get wells' .. I improve gradually .. aabhaar ! 🙏🙏🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই টুইটারেই অমিতাভ প্রকাশ করেছিলেন তাঁর অসুস্থতার খবর । লিখেছিলেন, "জ্বরে আক্রান্ত । ট্র্যাভেল করা নিষেধ । দিল্লিতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে পারছি না । খুবই দুঃখিত ও অনুতপ্ত ।"

  • T 3584/5/6 -
    Down with fever .. ! Not allowed to travel .. will not be able to attend National Award tomorrow in Delhi .. so unfortunate .. my regrets ..

    — Amitabh Bachchan (@SrBachchan) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চেই দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের কথা ছিল অমিতাভ বচ্চনের ।

মুম্বই : ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের প্রোগ্রামে আসতে পারেননি অমিতাভ । শরীর খারাপ ছিল তাঁর । তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিগ বি, জানালেন নিজেই ।

টুইটারে একটি পোস্টের মাধ্যমে অমিতাভ জানিয়েছেন, "আমায় এত 'গেট ওয়েল' পাঠানোর জন্য অনেক ধন্যবাদ । আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি । আমি কৃতজ্ঞ ।"

  • T 3587/8/9 - Thank you for your 'get wells' .. I improve gradually .. aabhaar ! 🙏🙏🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই টুইটারেই অমিতাভ প্রকাশ করেছিলেন তাঁর অসুস্থতার খবর । লিখেছিলেন, "জ্বরে আক্রান্ত । ট্র্যাভেল করা নিষেধ । দিল্লিতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে পারছি না । খুবই দুঃখিত ও অনুতপ্ত ।"

  • T 3584/5/6 -
    Down with fever .. ! Not allowed to travel .. will not be able to attend National Award tomorrow in Delhi .. so unfortunate .. my regrets ..

    — Amitabh Bachchan (@SrBachchan) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চেই দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের কথা ছিল অমিতাভ বচ্চনের ।

Intro:Body:

"ধীরে ধীরে সুস্থ হচ্ছি", সোশাল মিডিয়ায় পোস্ট অমিতাভের



কয়েকদিন আগে ফের অসুস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন । তবে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন অভিনেতা ।



মুম্বই : ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের প্রোগ্রামে আসতে পারেননি অমিতাভ । শরীর খারাপ ছিল তাঁর । তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিগ বি, জানালেন নিজেই ।



টুইটারে একটি পোস্টের মাধ্যমে অমিতাভ জানিয়েছেন, "আমায় এত 'গেট ওয়েল' পাঠানোর জন্য অনেক ধন্যবাদ । আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি । আমি কৃতজ্ঞ ।"



এই টুইটারেই অমিতাভ প্রকাশ করেছিলেন তাঁর অসুস্থতার খবর । লিখেছিলেন, "জ্বরে আক্রান্ত । ট্র্যাভেল করা নিষেধ । দিল্লিতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে পারছি না । খুবই দুঃখিত ও অনুতপ্ত ।"



ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চেই দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের কথা ছিল অমিতাভ বচ্চনের ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.