মুম্বই : ৭৬ বছর বয়সে এসেও চমকে দেওয়ার অভ্যেসটা গেল না অমিতাভ বচ্চনের। বয়স যে শুধুমাত্র একটা নম্বর, তার জলজ্য়ান্ত প্রমাণ তিনি। অভিনয় দিয়ে যেমন চমকে দেন, তেমনই চমকে দেন মেকআপ দিয়ে, শরীরী ভাষা দিয়ে। সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' ছবিতে অমিতাভের মেকআপ সাড়া ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়।
লক্ষ্ণৌ শহরে শুটিং চলছে 'গুলাবো সিতাবো'-র। 'পিকু'-র পর আবার সুজিত সরকারের পরিচালনায় অমিতাভ। পিকু-তে যেমন অমিতাভের চরিত্রায়ণ মুগ্ধ করেছিল দর্শককে, এই ছবিতে সেরকমই কিছু আশা করছেন দর্শক। আর অমিতাভের এই লুক প্রত্যাশা আরও বাড়িয়ে দিল দর্শকের।
কয়েকদিন আগে অমিতাভ টুইটারে লিখেছেন, "একটা শেষ হল, আর একটা শুরু হল..ট্র্যাভেল, লোকেশনের পরিবর্তন, লুকের পরিবর্তন, ক্রুয়ের পরিবর্তন, শহরের পরিবর্তন আর গল্পের পরিবর্তন..লক্ষ্ণৌতে 'গুলাব সিতাব'-র শুটিংয়ে...আর লুক? আমি আর কী বলতে পারি?"
লুকে যে একটা চমক আসতে চলেছে, সেই ইঙ্গিত অমিতাভ টুইটেই দিয়ে দিয়েছিলেন। চাদর মুড়ি দেওয়া চশমা পরা এক খিঁটখিঁটে বৃদ্ধ মনে হচ্ছে তাঁকে। সুজিত সরকার যখন অমিতাভকে লুকটির স্কেচ দেখিয়েছিলেন, অমিতাভ তখনই এই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়ে যান।
ছবিটিতে রয়েছেন আয়ুষ্মান খুরানাও। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৪ এপ্রিল।