ETV Bharat / sitara

কৃতিত্ব না দিয়ে কবিতা পোস্ট, অনুরাগীর কাছে ক্ষমা চাইলেন অমিতাভ - amitabha pologises woman for using her poem

সম্প্রতি সোশাল মিডিয়ায় 'চা' নিয়ে একটি কবিতা শেয়ার করেন অমিতাভ । সেই পোস্টের সঙ্গে নিজের চা খাওয়ার একটি ছবিও জুড়ে দেন তিনি । আর সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক ।

sdf
sdf
author img

By

Published : Dec 29, 2020, 12:25 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় অমিতাভ বচ্চন । প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে । প্রায়ই বাবা হরিবংশ রাই বচ্চনেরও কবিতার উদ্ধৃতি তুলে শেয়ার করেন তিনি । হরিবংশ রাই ছাড়াও বিভিন্ন শিল্পীর সৃষ্টিও নিজের সোশাল মিডিয়া পোজে শেয়ার করেন বিগ বি । আর এবার এক অনুরাগীর কবিতা শেয়ার করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় বিশেষ 'চা' তৈরি করার উপকরণ নিয়ে একটি কবিতা শেয়ার করেন অমিতাভ । সেই পোস্টের সঙ্গে নিজের চা খাওয়ার একটি ছবিও জুড়ে দেন তিনি । আর সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক ।

আসলে অমিতাভ ওই কবিতা পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । সেখানে কমেন্ট করেন টিশা অগরওয়াল নামে এক মহিলা । আর ওই কবিতা তাঁর নিজের বলেই দাবি করেন তিনি ।

  • T 3765 - "थोड़ा पानी रंज का उबालिये
    खूब सारा दूध ख़ुशियों का
    *थोड़ी पत्तियां ख़यालों की..*" ...more ..

    this tweet credit should go to @TishaAgarwal , I was not aware of its origin .. someone sent it to me , I thought it to be good and posted ..
    apologies 🙏🙏 pic.twitter.com/6YAOKXdIxe

    — Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভকে তিনি লেখেন, "স্যার আপনার পেজে আমার কবিতা শেয়ার হওয়াটা আমার কাছে সৌভাগ্যের বিষয় । আমার খুশি আরও দ্বিগুন হয়ে যেত যদি আপনি আমার নাম উল্লেখ করতেন । আপনার জবাবের আশায় রইলাম ।"

এই কমেন্ট দেখার পর সঙ্গে সঙ্গেই উত্তর দেন অমিতাভ । তিনি লেখেন, "টিশাজি, এই টুইট থেকেই আমি জানতে পেরেছি যে কবিতাটি আপনার লেখা । আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি জানতাম না । কেউ টুইটার বা হোয়াটসঅ্যাপে আমাকে কবিতাটি পাঠিয়েছিল, আমার এটা খুবই ভালো লাগে । তাই শেয়ার করি । আমি ক্ষমা চাইছি ।" তারপরই পোস্টটি এডিট করে সেখানে টিশা অগরওয়ালকে কৃতিত্ব দেন তিনি ।

  • T 3765 - @TishaAgarwal14 .. Tisha जी , मुझे अभी अभी पता चला की एक ट्वीट जो मैंने छापा था वो आपकी कविता थी ।
    मैं क्षमा प्रार्थी हूँ 🙏 , मुझे ज्ञान नहीं था इसका ! मुझे किसी ने मेरे Twitter या मेरे WhatsApp पर ये भेजा , मुझे अच्छा लगा ,और मैंने छाप दिया ।
    मई माफ़ी चाहता हूँ

    — Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর ফের অমিতাভের টুইটের জবাব দেন ওই মহিলা । তিনি লেখেন, "স্যার আপনাকে অনেক ধন্যবাদ । আপনার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনও দরকার নেই । আমি আপনার ভালোবাসা চাই । এটা আপনার আশীর্বাদ, সেটা আমার কাছে গৌরবের বিষয় ।"

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় অমিতাভ বচ্চন । প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে । প্রায়ই বাবা হরিবংশ রাই বচ্চনেরও কবিতার উদ্ধৃতি তুলে শেয়ার করেন তিনি । হরিবংশ রাই ছাড়াও বিভিন্ন শিল্পীর সৃষ্টিও নিজের সোশাল মিডিয়া পোজে শেয়ার করেন বিগ বি । আর এবার এক অনুরাগীর কবিতা শেয়ার করে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় বিশেষ 'চা' তৈরি করার উপকরণ নিয়ে একটি কবিতা শেয়ার করেন অমিতাভ । সেই পোস্টের সঙ্গে নিজের চা খাওয়ার একটি ছবিও জুড়ে দেন তিনি । আর সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক ।

আসলে অমিতাভ ওই কবিতা পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । সেখানে কমেন্ট করেন টিশা অগরওয়াল নামে এক মহিলা । আর ওই কবিতা তাঁর নিজের বলেই দাবি করেন তিনি ।

  • T 3765 - "थोड़ा पानी रंज का उबालिये
    खूब सारा दूध ख़ुशियों का
    *थोड़ी पत्तियां ख़यालों की..*" ...more ..

    this tweet credit should go to @TishaAgarwal , I was not aware of its origin .. someone sent it to me , I thought it to be good and posted ..
    apologies 🙏🙏 pic.twitter.com/6YAOKXdIxe

    — Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভকে তিনি লেখেন, "স্যার আপনার পেজে আমার কবিতা শেয়ার হওয়াটা আমার কাছে সৌভাগ্যের বিষয় । আমার খুশি আরও দ্বিগুন হয়ে যেত যদি আপনি আমার নাম উল্লেখ করতেন । আপনার জবাবের আশায় রইলাম ।"

এই কমেন্ট দেখার পর সঙ্গে সঙ্গেই উত্তর দেন অমিতাভ । তিনি লেখেন, "টিশাজি, এই টুইট থেকেই আমি জানতে পেরেছি যে কবিতাটি আপনার লেখা । আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি জানতাম না । কেউ টুইটার বা হোয়াটসঅ্যাপে আমাকে কবিতাটি পাঠিয়েছিল, আমার এটা খুবই ভালো লাগে । তাই শেয়ার করি । আমি ক্ষমা চাইছি ।" তারপরই পোস্টটি এডিট করে সেখানে টিশা অগরওয়ালকে কৃতিত্ব দেন তিনি ।

  • T 3765 - @TishaAgarwal14 .. Tisha जी , मुझे अभी अभी पता चला की एक ट्वीट जो मैंने छापा था वो आपकी कविता थी ।
    मैं क्षमा प्रार्थी हूँ 🙏 , मुझे ज्ञान नहीं था इसका ! मुझे किसी ने मेरे Twitter या मेरे WhatsApp पर ये भेजा , मुझे अच्छा लगा ,और मैंने छाप दिया ।
    मई माफ़ी चाहता हूँ

    — Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর ফের অমিতাভের টুইটের জবাব দেন ওই মহিলা । তিনি লেখেন, "স্যার আপনাকে অনেক ধন্যবাদ । আপনার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনও দরকার নেই । আমি আপনার ভালোবাসা চাই । এটা আপনার আশীর্বাদ, সেটা আমার কাছে গৌরবের বিষয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.