ETV Bharat / sitara

হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন - নানাবতী হাসপাতাল

15 অক্টোবর হাসপাতালে ভরতি করা হয়েছে অমিতাভ বচ্চনকে ৷ জানা গেছে, রুটিন চেক আপের জন্য তিনি ভরতি হয়েছেন ৷

অমিতাভ বচ্চন
author img

By

Published : Oct 18, 2019, 10:55 AM IST

মুম্বই : মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন৷ মঙ্গলবার (15 অক্টোবর) রাত 2 টায় তিনি হাসপাতালে ভরতি হন ৷ রুটিন চেক আপের জন্য তাঁকে ভরতি করা হয়েছে বলে জানা গেছে ৷ রবিবার (20 অক্টোবর) তাঁকে ছাড়া হবে ৷

11 অক্টোবর 77 বছরে পা দিয়েছেন অমিতাভ ৷ সেদিন নিজের বাংলোর বাইরে এসে অনুরাগীদের ধন্যবাদ জানান ৷

হাসপাতালে ভরতি থাকলেও একাধিক টুইট করেছেন বলিউড শাহেনশা ৷ গতকাল স্ত্রী জয়া বচ্চনের একটি সাদা-কালো ছবি টুইট করেন ৷ তিনি লেখেন, "বেটার হাফ ৷ অন্য হাফ অপ্রাসঙ্গিক ৷ তাই দেখা যায়নি ৷" আসলে ওই ছবিতে অমিতাভ বচ্চনের মুখ দেখা যাচ্ছে না ৷ আজ ভোরেও স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ৷ তারপর করবা চৌথের শুভ কামনা জানান ৷

তবে অমিতাভের হাসপাতালে ভরতি হওয়া নিয়ে মিডিয়ার একাংশে অন্য খবর প্রকাশ পেয়েছে ৷ লিভারের সমস্যার জন্য বলিউড শাহেনশা হাসপাতালে ভরতি বলে তাদের দাবি ৷ তবে অমিতাভ বচ্চনের পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ৷

মুম্বই : মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন৷ মঙ্গলবার (15 অক্টোবর) রাত 2 টায় তিনি হাসপাতালে ভরতি হন ৷ রুটিন চেক আপের জন্য তাঁকে ভরতি করা হয়েছে বলে জানা গেছে ৷ রবিবার (20 অক্টোবর) তাঁকে ছাড়া হবে ৷

11 অক্টোবর 77 বছরে পা দিয়েছেন অমিতাভ ৷ সেদিন নিজের বাংলোর বাইরে এসে অনুরাগীদের ধন্যবাদ জানান ৷

হাসপাতালে ভরতি থাকলেও একাধিক টুইট করেছেন বলিউড শাহেনশা ৷ গতকাল স্ত্রী জয়া বচ্চনের একটি সাদা-কালো ছবি টুইট করেন ৷ তিনি লেখেন, "বেটার হাফ ৷ অন্য হাফ অপ্রাসঙ্গিক ৷ তাই দেখা যায়নি ৷" আসলে ওই ছবিতে অমিতাভ বচ্চনের মুখ দেখা যাচ্ছে না ৷ আজ ভোরেও স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ৷ তারপর করবা চৌথের শুভ কামনা জানান ৷

তবে অমিতাভের হাসপাতালে ভরতি হওয়া নিয়ে মিডিয়ার একাংশে অন্য খবর প্রকাশ পেয়েছে ৷ লিভারের সমস্যার জন্য বলিউড শাহেনশা হাসপাতালে ভরতি বলে তাদের দাবি ৷ তবে অমিতাভ বচ্চনের পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ৷

New Delhi, Oct 18 (ANI): Do you consume alcohol frequently, or in portions? If your answer is yes then a new study shows that drinking small amounts of alcohol frequently is linked with a higher likelihood of atrial fibrillation than infrequent binge drinking. The study was published in the journal 'EP Europace', a journal of the European Society of Cardiology (ESC). The number of drinking sessions per week was the strongest risk factor for new-onset atrial fibrillation. Compared with drinking twice per week (reference group), drinking every day was the riskiest, with a hazard ratio (HR) of 1.412, while drinking once a week was the least risky (HR 0.933). Binge drinking did not show any clear link with new-onset atrial fibrillation. Atrial fibrillation is the most common heart rhythm disorder and raises the risk of stroke by five-fold. Symptoms include palpitations, racing or irregular pulse, shortness of breath, tiredness, chest pain and dizziness.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.