মুম্বই : মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন৷ মঙ্গলবার (15 অক্টোবর) রাত 2 টায় তিনি হাসপাতালে ভরতি হন ৷ রুটিন চেক আপের জন্য তাঁকে ভরতি করা হয়েছে বলে জানা গেছে ৷ রবিবার (20 অক্টোবর) তাঁকে ছাড়া হবে ৷
11 অক্টোবর 77 বছরে পা দিয়েছেন অমিতাভ ৷ সেদিন নিজের বাংলোর বাইরে এসে অনুরাগীদের ধন্যবাদ জানান ৷
হাসপাতালে ভরতি থাকলেও একাধিক টুইট করেছেন বলিউড শাহেনশা ৷ গতকাল স্ত্রী জয়া বচ্চনের একটি সাদা-কালো ছবি টুইট করেন ৷ তিনি লেখেন, "বেটার হাফ ৷ অন্য হাফ অপ্রাসঙ্গিক ৷ তাই দেখা যায়নি ৷" আসলে ওই ছবিতে অমিতাভ বচ্চনের মুখ দেখা যাচ্ছে না ৷ আজ ভোরেও স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ৷ তারপর করবা চৌথের শুভ কামনা জানান ৷
তবে অমিতাভের হাসপাতালে ভরতি হওয়া নিয়ে মিডিয়ার একাংশে অন্য খবর প্রকাশ পেয়েছে ৷ লিভারের সমস্যার জন্য বলিউড শাহেনশা হাসপাতালে ভরতি বলে তাদের দাবি ৷ তবে অমিতাভ বচ্চনের পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ৷