ETV Bharat / sitara

লকডাউনে দরিদ্রদের অবস্থা দেখে মন ভেঙে গেছে অমিতের - অমিত শর্মার খবর

লকডাউনে দরিদ্রদের দুরবস্থা দেখে মন ভেঙে গেছে অমিত শর্মা । অসহায়দের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন 'বধাই হো'-র পরিচালক ।

AMit sharma's heart broke
AMit sharma's heart broke
author img

By

Published : May 13, 2020, 11:56 PM IST

মুম্বই : লকডাউন অনেক মানুষের জন্যই দুঃসহ হয়ে উঠেছে । বিশেষত যাঁরা দিনমজুর, তাঁদের অবস্থা তো সবথেকে খারাপ । কোনও উপার্জন নেই, নিজের বাড়ি থেকে অন্য শহরে আটকে, অভুক্ত অবস্থায় কোনওরকম দিন কাটছে তাঁদের । আর যাঁদের কাটছে না, তাঁরা বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে । এইসব মানুষদের দুরবস্থা দেখে মন ভেঙে গেছে পরিচালক অমিত শর্মার ।

IANS-কে অমিত বললেন, "কোভিড 19 আমাদের জীবনে একটা শূন্যতা তৈরি করেছে । আর অসহায় দুস্থ মানুষদের যা অবস্থা হয়েছে সেটা দেখে সত্য়িই মন ভেঙে গেছে । আমরা শুধু বসে বসে এটা দেখতে পারি না । তাই গড়িমা আরোরা, নেস ওয়াদিয়া, কণিকা ঢিল্লোঁ আর আমি মিলিত হয়েছি কিছু সাহায্য় করার জন্য ।"

ভিনরাজ্যের শ্রমিক, পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষ, অসুস্থদের যতটা সম্ভব সাহায্য করবেন অমিতরা । তাঁরা 'ফুল বর্ষা' ও 'নামমায়োহো দান' এই দুই NGO-র সঙ্গে হাত মিলিয়েছেন ।

LGBT কমিউনিটির মানুষ বা AIDS-এর মতো রোগে আক্রান্তদের পাশেও দাঁড়াবেন তাঁরা, জানালেন অমিত । জায়গায় জায়গায় প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী ও রেশন পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা ।

'বধাই হো'-র পরে অজয় দেবগনের সঙ্গে 'ময়দান' ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন অমিত । তবে কোরোনার থাবায় এখন পুরোটাই অনিশ্চিত ।

মুম্বই : লকডাউন অনেক মানুষের জন্যই দুঃসহ হয়ে উঠেছে । বিশেষত যাঁরা দিনমজুর, তাঁদের অবস্থা তো সবথেকে খারাপ । কোনও উপার্জন নেই, নিজের বাড়ি থেকে অন্য শহরে আটকে, অভুক্ত অবস্থায় কোনওরকম দিন কাটছে তাঁদের । আর যাঁদের কাটছে না, তাঁরা বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে । এইসব মানুষদের দুরবস্থা দেখে মন ভেঙে গেছে পরিচালক অমিত শর্মার ।

IANS-কে অমিত বললেন, "কোভিড 19 আমাদের জীবনে একটা শূন্যতা তৈরি করেছে । আর অসহায় দুস্থ মানুষদের যা অবস্থা হয়েছে সেটা দেখে সত্য়িই মন ভেঙে গেছে । আমরা শুধু বসে বসে এটা দেখতে পারি না । তাই গড়িমা আরোরা, নেস ওয়াদিয়া, কণিকা ঢিল্লোঁ আর আমি মিলিত হয়েছি কিছু সাহায্য় করার জন্য ।"

ভিনরাজ্যের শ্রমিক, পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষ, অসুস্থদের যতটা সম্ভব সাহায্য করবেন অমিতরা । তাঁরা 'ফুল বর্ষা' ও 'নামমায়োহো দান' এই দুই NGO-র সঙ্গে হাত মিলিয়েছেন ।

LGBT কমিউনিটির মানুষ বা AIDS-এর মতো রোগে আক্রান্তদের পাশেও দাঁড়াবেন তাঁরা, জানালেন অমিত । জায়গায় জায়গায় প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী ও রেশন পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা ।

'বধাই হো'-র পরে অজয় দেবগনের সঙ্গে 'ময়দান' ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন অমিত । তবে কোরোনার থাবায় এখন পুরোটাই অনিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.