ETV Bharat / sitara

করণ জোহর পরিচালিত রোম্যান্টিক ছবিতে আলিয়া ও রণবীর - romantic drama directed by karan johar

ফের একসঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ও রণবীর । ছবির নাম এখনও জানা যায়নি ।

asd
asd
author img

By

Published : Feb 1, 2021, 11:23 AM IST

মুম্বই : 'গল্লি বয়'-এর পর ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর সিং । একটি লাভ স্টোরিতে দেখা যাবে তাঁদের । ছবিটি পরিচালনা করবেন করণ জোহর ।

'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর পর আর কোনও ছবি পরিচালনা করতে দেখা যায়নি করণকে । সেই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর কাপুর, অনুষ্কা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন । এরপর আপকামিং ছবি দিয়ে ফের পরিচালনায় ফিরছেন তিনি । আর সেই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীর ও আলিয়াকে । তবে ছবির নাম এখনও জানা যায়নি ।

এই ছবির মাধ্যমে প্রথমবার করণের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর । অন্যদিকে 'কলঙ্ক'-এর পর ফের এই ছবিতে ধর্মা প্রোডাকশনের সঙ্গে হাত মেলাচ্ছেন আলিয়া । যদিও ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানাতে চাননি নির্মাতারা ।

asd
আলিয়া ও রণবীর

এছাড়া করণের 'তখত' ছবিতেও দেখা যাবে আলিয়া ও রণবীরকে । গত বছর এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল । রণবীর ও আলিয়ার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন অনিল কাপুর, করিনা কাপুর খান, ভিকি কৌশল, ভূমি পেদনেকর, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে ।

এদিকে আজ থেকে দেশের সব সিনেমা হলে 100 শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন বলে অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । তার জন্য গতকাল বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয় । আর কেন্দ্রীয় সরকারের তরফে এই ছাড় ঘোষণার পর খুবই খুশি ইন্ডাস্ট্রির সবাই । এই ছাড় ঘোষণার পরই একাধিক ছবি হলে রিলিজ় করার ইচ্ছাপ্রকাশ করেছেন নির্মাতারা ।

মুম্বই : 'গল্লি বয়'-এর পর ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর সিং । একটি লাভ স্টোরিতে দেখা যাবে তাঁদের । ছবিটি পরিচালনা করবেন করণ জোহর ।

'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর পর আর কোনও ছবি পরিচালনা করতে দেখা যায়নি করণকে । সেই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর কাপুর, অনুষ্কা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন । এরপর আপকামিং ছবি দিয়ে ফের পরিচালনায় ফিরছেন তিনি । আর সেই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে রণবীর ও আলিয়াকে । তবে ছবির নাম এখনও জানা যায়নি ।

এই ছবির মাধ্যমে প্রথমবার করণের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর । অন্যদিকে 'কলঙ্ক'-এর পর ফের এই ছবিতে ধর্মা প্রোডাকশনের সঙ্গে হাত মেলাচ্ছেন আলিয়া । যদিও ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানাতে চাননি নির্মাতারা ।

asd
আলিয়া ও রণবীর

এছাড়া করণের 'তখত' ছবিতেও দেখা যাবে আলিয়া ও রণবীরকে । গত বছর এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল । রণবীর ও আলিয়ার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন অনিল কাপুর, করিনা কাপুর খান, ভিকি কৌশল, ভূমি পেদনেকর, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে ।

এদিকে আজ থেকে দেশের সব সিনেমা হলে 100 শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন বলে অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । তার জন্য গতকাল বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয় । আর কেন্দ্রীয় সরকারের তরফে এই ছাড় ঘোষণার পর খুবই খুশি ইন্ডাস্ট্রির সবাই । এই ছাড় ঘোষণার পরই একাধিক ছবি হলে রিলিজ় করার ইচ্ছাপ্রকাশ করেছেন নির্মাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.