ETV Bharat / sitara

ইউটিউবের ইতিহাসে প্রথম, সর্বাধিক 'ডিসলাইক' পেল 'সড়ক 2' ট্রেলার - সড়ক 2 ট্রেলার

'দিল বেচারা'-র ট্রেলার যেখানে ইউটিউবের সর্বাধিক লাইক প্রাপ্ত ট্রেলার, সেখানে 'সড়ক 2'-এর ট্রেলার হয়ে দাঁড়াল ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলার । মুক্তির পর 24 ঘণ্টাও কাটেনি, এরই মধ্যে 4.6 মিলিয়ন ডিসলাইক পেয়েছে 'সড়ক 2'-এর ট্রেলার । ইউটিউবের ইতিহাসে এই প্রথম ।

Sadak 2 most disliked trailer
Sadak 2 most disliked trailer
author img

By

Published : Aug 13, 2020, 8:32 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'সড়ক 2'-কে বয়কটের ডাক দেওয়া হয় সোশাল মিডিয়ায় । তবে নির্দিষ্ট সময়েই মুক্তি পেতে চলেছে ছবিটি । তাই বলে দর্শক কি এত সহজে মেনে নেবে এই সিদ্ধান্ত ? দর্শক বুঝিয়ে দিলেন যে, 'সড়ক 2'-এর পাশে নেই তারা ।

ছবির ট্রেলার মুক্তির 24 ঘণ্টাও কাটেনি এখনও । আর তারই মধ্যে ইউটিউবের সর্বাধিক 'ডিসলাইক' প্রাপ্ত ট্রেলার হয়ে দাঁড়িয়েছে 'সড়ক 2'-এর 3 মিনিটের এই ট্রেলার ।

Sadak 2 most disliked trailer
.

একদিকে ছিল 'দিল বেচারা'-র ট্রেলার, যেটি ইউটিউবের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক লাইকপ্রাপ্ত ট্রেলার, আর অন্যদিকে 'সড়ক 2'-এর ট্রেলার যেটি আপাতত 4.6 মিলিয়ন ডিসলাইক পেয়ে গেছে । এর আগে কোনও ট্রেলারকে এতটা অপছন্দ করেননি দর্শক ।

তবে এই অপছন্দটা শুধুমাত্র ট্রেলারের মানের উপর নির্ভরশীল নয় । এর পিছনে লুকিয়ে আছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে অনুরাগীদের যন্ত্রণা, ন্যায়ের দাবি । যেহেতু সুশান্ত মামলায় একাধিক বার উঠে এসেছে মহেশ ভাটের নাম, যেহেতু এই ছবির জন্য অডিশন দিয়েও সুযোগ পাননি সুশান্ত এবং যেহেতু এই ফিল্মে রয়েছেন একাধিক নেপোকিড, সেই কারণেই এতটা ক্ষোভ ছবিটির বিরুদ্ধে । মনে করছেন সমালোচকরা ।

দেখে নিন মহেশ ভাট পরিচালিত এই ছবির ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'সড়ক 2'-কে বয়কটের ডাক দেওয়া হয় সোশাল মিডিয়ায় । তবে নির্দিষ্ট সময়েই মুক্তি পেতে চলেছে ছবিটি । তাই বলে দর্শক কি এত সহজে মেনে নেবে এই সিদ্ধান্ত ? দর্শক বুঝিয়ে দিলেন যে, 'সড়ক 2'-এর পাশে নেই তারা ।

ছবির ট্রেলার মুক্তির 24 ঘণ্টাও কাটেনি এখনও । আর তারই মধ্যে ইউটিউবের সর্বাধিক 'ডিসলাইক' প্রাপ্ত ট্রেলার হয়ে দাঁড়িয়েছে 'সড়ক 2'-এর 3 মিনিটের এই ট্রেলার ।

Sadak 2 most disliked trailer
.

একদিকে ছিল 'দিল বেচারা'-র ট্রেলার, যেটি ইউটিউবের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক লাইকপ্রাপ্ত ট্রেলার, আর অন্যদিকে 'সড়ক 2'-এর ট্রেলার যেটি আপাতত 4.6 মিলিয়ন ডিসলাইক পেয়ে গেছে । এর আগে কোনও ট্রেলারকে এতটা অপছন্দ করেননি দর্শক ।

তবে এই অপছন্দটা শুধুমাত্র ট্রেলারের মানের উপর নির্ভরশীল নয় । এর পিছনে লুকিয়ে আছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে অনুরাগীদের যন্ত্রণা, ন্যায়ের দাবি । যেহেতু সুশান্ত মামলায় একাধিক বার উঠে এসেছে মহেশ ভাটের নাম, যেহেতু এই ছবির জন্য অডিশন দিয়েও সুযোগ পাননি সুশান্ত এবং যেহেতু এই ফিল্মে রয়েছেন একাধিক নেপোকিড, সেই কারণেই এতটা ক্ষোভ ছবিটির বিরুদ্ধে । মনে করছেন সমালোচকরা ।

দেখে নিন মহেশ ভাট পরিচালিত এই ছবির ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.