মুম্বই : 22 এপ্রিল তারিখটাকে আর্থ ডে হিসেবে গণ্য করা হয় । পৃথিবী এখন একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বিপর্যস্ত মানবজীবন । তারই মধ্যে এই বিশেষ দিনটিকে মাদার আর্থ-কে মনে করছেন সবাই । ব্যতিক্রম নন আলিয়াও ।
তিনি একটি ছোট্ট কবিতা লিখেছেন এই বিশেষ দিনে । লেখার মাধ্যমে এই পৃথিবীর প্রতি তাঁর কৃতজ্ঞতা, ভালোবাসা, নির্ভরতা ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী ।
"আজ এবং প্রতিদিন, আমি একটি সূর্যোদয় আর সূর্যাস্তের কাছে কৃতজ্ঞ । এই গাছে ভরা বন, পশুপাখি, পুকুর, নদী সমুদ্র সবার কাছে কৃতজ্ঞ", এভাবেই শুরু হচ্ছে আলিয়ার কবিতা ।
প্রিয় অভিনেত্রীর এই নতুন রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা । মুহূর্তে ভাইরাল সেই কবিতা । দেখে নিন..
- View this post on Instagram
My attempt at writing a little something to celebrate earth day☀️ #EarthDayEveryDay
">
শুধু আলিয়াই নন, এই বিশেষ দিনে পৃথিবীকে কৃতজ্ঞতা জানিয়ে আলয়া ফার্নিচারওয়ালা ছবি এঁকেছেন, সারা আলি খান লিখেছেন শায়রি । সবাই কামনা করেছেন যেন এই পৃথিবী সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">