মুম্বই : মহেশ ভাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেয়ে আলিয়া । বাবাকে 'দ্য লায়ন কিং'-এর মুফাসার সঙ্গে তুলনা করে দিলেন এক আবেগপ্রবণ বার্তা । বললেন, "তুমি ভালো, আর কিছু মনে রেখো না" ।
একটি পেন্সিল স্কেচ শেয়ার করেছেন আলিয়া । যেখানে মুফাসাকে আদরে ভরিয়ে দিচ্ছে একটি ছোট্ট মেয়ে । মেয়েটি যেন আলিয়া নিজেই । পরের ছবিতে ছোট্ট আলিয়া তাঁর বাবার সঙ্গে । মহেশ ভাট কোলে তুলে নিচ্ছেন তাঁর গোলুমোলু মেয়েকে ।
আলিয়া লিখেছেন, "এই বছরটা আমাদের খুবই সমৃদ্ধ কেটেছে, তাই আমি একটা ক্যাপশনে এটাকে ধরাতে পারব না । তবে আমি শুধু একটাই কথা বলতে চাই আজ । আমাদের প্রিয় সিনেমা থেকে একটি প্রিয় লাইন.."
'দ্য লায়ন কিং' ছবির সেই বিখ্যাত সংলাপটি লিখেছেন আলিয়া । তার মর্মার্থ এটাই, "নিজের ভিতরে দেখ, দেখতে পাবে যে তুমি যা হয়ে উঠেছ তার থেকে অনেক বড় কিছু লুকিয়ে তোমার মধ্যে । তুমি কে সেটা সবসময় মনে রেখ ।"
একটা বয়সের পর ছেলেমেয়েরাই বাবা-মায়ের অভিভাবক হয়ে ওঠে । আলিয়া-মহেশের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে । শেষ লাইনে অভিনেত্রী তাঁর বাবার উদ্দেশে লিখেছেন, "তুমি ভালো, আর কিছু মনে রেখো না" । দেখে নিন পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">