ETV Bharat / sitara

ফ্যানের জন্মদিনে কেক বানালেন আলিয়া - আলিয়া ভাট

ফ্যানের জন্মদিনে কেক বানিয়ে তাঁর জন্মদিন সেলিব্রেট করলেন আলিয়া ভাট ।

dfg
dfg
author img

By

Published : Feb 6, 2020, 6:23 PM IST

মুম্বই : এবার শেফের ভূমিকায় আলিয়া ভাট । তবে সেটা রিল লাইফে নয় । রিয়েল লাইফেই শেফের ভূমিকায় দেখা গেল তাঁকে । এক ফ্যানের জন্মদিনে নিজের হাতে কেক বানালেন তিনি । আবার সেই কেক কেটে একে অপরকে খাইয়েও দেন তাঁরা ।

অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুর একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন । যার মাধ্যমে প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পারেন ফ্যানরা । ফ্যানদের সঙ্গে ক্রিকেট খেলা, খাবার তৈরি ও পেন্টবলের মতো যে কোনও মজার অ্যাক্টিভিটিতে যোগ দিতে পারেন তাঁরা । আর প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা দুস্থদের সাহায্যে ব্যবহার করা হয় ।

বলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের ফ্যানদের সঙ্গে দেখা করেছেন । আর এবার পালা ছিল আলিয়ার । সম্প্রতি এক ফ্যানের সঙ্গে দেখা করেন তিনি । তাও আবার ফ্যানের জন্মদিনে । নিজের হাতে ফ্যানের জন্য চকোলেট কেকও বানান । তারপর সেই কেক কেটে একে অপরকে খাইয়ে দেন তাঁরা ।

dfg
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেন আলিয়া । এছাড়া অনশুলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই মুহূর্তগুলির একাধিক ছবি পোস্ট করেছেন ।

dfg
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

তুলে ধরা হয়েছে ফ্যানের জন্মদিনে আলিয়ার কেক তৈরির বিভিন্ন মুহূর্তর ছবিও । একটি ছবিতে কেকের উপর ডেকরেশন করতে দেখা গেছে আলিয়াকে ।

ভিডিয়ো সৌজন্য : ইনস্টাগ্রাম

একটি ছবিতে আবার ফ্যানকে জড়িয়ে ধরে ছবি তুলেছে আলিয়া । সব মিলিয়ে আলিয়ার ওই ফ্যানের জন্মদিন যে খুব ভালো কেটেছে তা বলা বাহুল্য ।

dfg
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

কাজের দিক থেকে শেষবার 'কলঙ্ক' ছবিতে দেখা গিয়েছিল আলিয়াকে । এছাড়া 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'সাদাক 2' ও 'আর আর আর'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । এর পাশাপাশি চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।

মুম্বই : এবার শেফের ভূমিকায় আলিয়া ভাট । তবে সেটা রিল লাইফে নয় । রিয়েল লাইফেই শেফের ভূমিকায় দেখা গেল তাঁকে । এক ফ্যানের জন্মদিনে নিজের হাতে কেক বানালেন তিনি । আবার সেই কেক কেটে একে অপরকে খাইয়েও দেন তাঁরা ।

অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুর একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন । যার মাধ্যমে প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পারেন ফ্যানরা । ফ্যানদের সঙ্গে ক্রিকেট খেলা, খাবার তৈরি ও পেন্টবলের মতো যে কোনও মজার অ্যাক্টিভিটিতে যোগ দিতে পারেন তাঁরা । আর প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা দুস্থদের সাহায্যে ব্যবহার করা হয় ।

বলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের ফ্যানদের সঙ্গে দেখা করেছেন । আর এবার পালা ছিল আলিয়ার । সম্প্রতি এক ফ্যানের সঙ্গে দেখা করেন তিনি । তাও আবার ফ্যানের জন্মদিনে । নিজের হাতে ফ্যানের জন্য চকোলেট কেকও বানান । তারপর সেই কেক কেটে একে অপরকে খাইয়ে দেন তাঁরা ।

dfg
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেন আলিয়া । এছাড়া অনশুলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই মুহূর্তগুলির একাধিক ছবি পোস্ট করেছেন ।

dfg
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

তুলে ধরা হয়েছে ফ্যানের জন্মদিনে আলিয়ার কেক তৈরির বিভিন্ন মুহূর্তর ছবিও । একটি ছবিতে কেকের উপর ডেকরেশন করতে দেখা গেছে আলিয়াকে ।

ভিডিয়ো সৌজন্য : ইনস্টাগ্রাম

একটি ছবিতে আবার ফ্যানকে জড়িয়ে ধরে ছবি তুলেছে আলিয়া । সব মিলিয়ে আলিয়ার ওই ফ্যানের জন্মদিন যে খুব ভালো কেটেছে তা বলা বাহুল্য ।

dfg
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম

কাজের দিক থেকে শেষবার 'কলঙ্ক' ছবিতে দেখা গিয়েছিল আলিয়াকে । এছাড়া 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'সাদাক 2' ও 'আর আর আর'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । এর পাশাপাশি চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.